1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সয়াবিন তেলের দাম আবার ও বাড়ল কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে বুয়েটে মানববন্ধন কুয়েট ভিসির পদত্যাগে এক দফা, এক দাবি ঘোষণা শিক্ষার্থীদের খুলনায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণের উদ্বোধন উৎসব আমেজে যশোরে বাংলা নববর্ষ উদযাপন সারাদেশে জুমার নামাজ একই সময়ে-ইসলামিক ফাউন্ডেশন কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, অবস্থান কর্মসূচিতে অনড় শিক্ষার্থীরা কেসিসি’র ১১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর খালেদ আটক পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা বিএনপি,র উদ্যোগে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা  কেএমপিতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষবরণ তেরখাদায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন রাতের মধ্যে খুলনাসহ ১৪ জেলায় ঝড়ের শঙ্কা দেশবাসীর প্রতি সেনাপ্রধানের সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব : খুলনার বিভাগীয় কমিশনার বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ যশোরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ঠিকাদারকে হত্যাচেষ্টা অভিযোগে মামলা মাছের ঘের থেকে পিস্তল-গুলি উদ্ধার তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী হবে -ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম পাইকগাছায় নববর্ষকে স্বাগত জানিয়ে পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত 

বাগেরহাটে পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের মানবিক বুথ, প্রশংসায় ভাসছে সবাই

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি||চার মাসের শিশু কন্যাকে কোলে নিয়ে বড় ছেলে আবু রায়হানকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসেছেন ঝুমা বেগম। স্বামী প্রবাসে, বাড়িতে কেউ নেই। তাই বাধ্য হয়েই ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেকে নিয়ে এসেছেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে।

কিন্তু বিশাল পরীক্ষাকেন্দ্রে এসে কোথায় পরীক্ষা দিতে হবে, কোন রুমে বসতে হবে—সব মিলিয়ে দিশেহারা মা-ছেলে। ঠিক তখনই পাশে দাঁড়ায় বাগেরহাট জেলা ছাত্রদলের কয়েকজন সদস্য। ফল খোঁজা থেকে শুরু করে পরীক্ষার আসন খুঁজে দেওয়া—সবকিছুতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা।

ঝুমা বেগম বলেন, “আমি একা এতদূর আসতে ভয় পাচ্ছিলাম। এখানে এসে ছাত্রদলের ছেলেরা যে সাহায্য করেছে, তাতে সত্যিই কৃতজ্ঞ।

অন্য এক অভিভাবক মাহফুজুর রহমান বলেন, “প্রচণ্ড এই গরমে অসুস্থ বোধ হচ্ছিল। তখনই ছাত্রদলের সদস্যরা এসে আমাকে স্যালাইন ও পানি খাওয়ায় এবং নিরাপদ স্থানে অবস্থান করায়। এই উদ্যোগগুলো যদি সব জায়গায় হয়, তাহলে পরীক্ষার্থীদের অনেক উপকার হয়। রাজনীতির এমন মানবিক রূপ খুবই প্রয়োজন।”
শুধু ঝুমা বেগম বা মাহফুজুর রহমানের ঘটনাই নয়, এ রকম বহু শিক্ষার্থী ও অভিভাবককে পরীক্ষার দিনে সহযোগিতা করছে বাগেরহাট জেলা ছাত্রদল। কারও দেরি হয়ে গেলে ছাত্রদলের সদস্যরা বাইক সার্ভিস দিয়ে পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিচ্ছেন।

পরীক্ষাকেন্দ্রের সামনে স্থাপন করা হয়েছে ‘ছাত্রদলের মানবিক বুথ’, যেখানে কলম, স্যালাইন ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। একই ব্যবস্থা দেখা গেছে সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল, ভোকেশনাল ইনস্টিটিউট ও কালিমালিয়া মাদ্রাসার সামনেও।

পরীক্ষার্থী আবু রায়হান বলেন, “হলে ঢোকার আগে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ভাইয়েরা যেভাবে সাহায্য করল, সেটা মনে থাকবে সারাজীবন। তারা আমার বড় ভাইয়ের জায়গাটা পূরণ করে দিয়েছেন।

আরেক পরীক্ষার্থী তানজিলা আক্তার জানায়, “আমার কলম পড়ে গিয়েছিল, ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এমনটা কখনো কল্পনাও করিনি।

একজন শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “আজকে আমার কলম হারিয়ে ফেলেছিলাম। একজন ভাইয়া এগিয়ে এসে সঙ্গে সঙ্গে কলম দিয়ে দিলেন। এমন সহযোগিতা আগে কখনো পাইনি। খুব ভালো লাগছে।

আরেক পরীক্ষার্থী সুমাইয়া আক্তার জানায়, “গরমে অসুস্থ লাগছিল। একজন আপু এসে স্যালাইন দিলেন। খেয়ে ভালো লাগছে। ছাত্রদলের এই উদ্যোগ খুবই ভালো।

আরেকজন পরীক্ষার্থী রিয়াদ বলেন, “আমার বাসা অনেক দূরে। ছাত্রদলের ভাইয়েরা আমাকে বাইকে করে নিয়ে এসেছে। না হলে হয়তো পরীক্ষাই মিস করতাম।

অভিভাবক হাসিনা বেগম বলেন, “প্রথমে ভাবছিলাম, রাজনৈতিক লোকজন, ভয় পাচ্ছিলাম। কিন্তু পরে দেখি তারা কতটা আন্তরিকভাবে সাহায্য করছে! স্যালাইন, পানি, কলম—সবকিছুই পাচ্ছি।

সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক নেতা মো. খালেকুজ্জামান বলেন, “ছাত্ররাজনীতি যদি এমন মানবিক উদ্যোগে সক্রিয় থাকে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। ছাত্রদলের এই কার্যক্রম অন্যদের জন্যও অনুকরণীয়।

সারাদেশের মতো বাগেরহাটেও ১০ এপ্রিল শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আর এই পরীক্ষার প্রথম দিনেই ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে বাগেরহাট জেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করছে বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন।

বাগেরহাট জেলা ছাত্রদলের ছাত্রনেতা শেখ আল মামুন বলেন, “রাজনীতি মানেই দেশ ও জনগণের সেবা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা ও মেধার রাজনীতির আদর্শ স্থপতি। আমরা তাঁরই আদর্শে গড়া জিয়ার সৈনিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষাঙ্গনে একটি শান্তিপূর্ণ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আজকের এই ক্ষুদ্র প্রয়াস—ছোট ভাই-বোনদের সেবা ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি তারই একটি অংশ। তারেক রহমান ঘোষিত ‘পরিবর্তনের ৩১ দফা’ জনগণের কাছে পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য।
এই উদ্যোগ সফল করতে পাশে ছিলেন আমাদের প্রিয় অভিভাবক বকুল ভাই ও তালিম ভাই। সবসময় ভালো কাজে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগানোর জন্য তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। জয় হোক দেশপ্রেমের, জয় হোক গণতন্ত্রের।

এইচএসসি পরীক্ষার দিনগুলোতে ছাত্রদলের এমন উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে। তারা বলছেন, “এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তি জোগায় এবং পরীক্ষার সময় সবার পাশে দাঁড়ানোর এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।