1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সয়াবিন তেলের দাম আবার ও বাড়ল কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে বুয়েটে মানববন্ধন কুয়েট ভিসির পদত্যাগে এক দফা, এক দাবি ঘোষণা শিক্ষার্থীদের খুলনায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণের উদ্বোধন উৎসব আমেজে যশোরে বাংলা নববর্ষ উদযাপন সারাদেশে জুমার নামাজ একই সময়ে-ইসলামিক ফাউন্ডেশন কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, অবস্থান কর্মসূচিতে অনড় শিক্ষার্থীরা কেসিসি’র ১১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর খালেদ আটক পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা বিএনপি,র উদ্যোগে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা  কেএমপিতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষবরণ তেরখাদায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন রাতের মধ্যে খুলনাসহ ১৪ জেলায় ঝড়ের শঙ্কা দেশবাসীর প্রতি সেনাপ্রধানের সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব : খুলনার বিভাগীয় কমিশনার বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ যশোরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ঠিকাদারকে হত্যাচেষ্টা অভিযোগে মামলা মাছের ঘের থেকে পিস্তল-গুলি উদ্ধার তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী হবে -ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম পাইকগাছায় নববর্ষকে স্বাগত জানিয়ে পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত 

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৯ জন আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০ বার শেয়ার হয়েছে

মাগুরা জেলা প্রতিনিধি ||মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ ৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছে থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি মাদক পাওয়া গেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মাগুরা পৌরসভার পারলা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন মাগুরা চেম্বার অব কমার্সের সহসভাপতি ফরিদ হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রেজা, শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা মাগুরা পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি নূহু দারুল হুদা, ভায়না এলাকার কাজী আরিফুল হক, আবালপুর গ্রামের আবদুল জলিল, শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামের আইনুল হোসাইন, শাহীন শেখ, পটুয়াখালী সদর উপজেলার ইলিয়াছ খান ও ঢাকার আদাবর এলাকার সৈয়দ খায়রুল আলম।মাগুরা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পৌরসভার পারলা এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছেন।

গতকাল রাতে পুলিশকে সঙ্গে নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ১টি চায়নিজ পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি একনলা বন্দুক, ৪টি গুলি, ১টি এয়ার গান, এয়ারগানের ২৬৪টি গুলি, ২টি চায়নিজ কুড়াল, ৬টি চাপাতি, ২ বোতল মদ, ১ লাখ ৪৫ হাজার টাকা ও ১১টি মুঠোফোন ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।তবে এ অভিযানকে ষড়যন্ত্রমূলক দাবি করেছেন আটক হওয়া ফরিদ হাসান খানের ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান।

তিনি আজ বুধবার  খুলনার খবর কে বলেন, ‘আমার ভাইসহ যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে মাগুরার বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ঠিকাদার রয়েছেন। তাঁরা আমাদের ব্যবসায়িক অংশীদার। অভিযানে যে টাকা উদ্ধার দেখানো হয়েছে, সেটা আমাদের ব্যবসায়িক টাকা। যেসব আগ্নেয়াস্ত্রের কথা বলা হয়েছে, সেগুলো ওখানে ছিল না। ওখানে আমাদের ১৬ একর জমির ওপর ফার্ম, যে দেশি অস্ত্রের কথা বলা হচ্ছে, সেগুলো ওই ফার্মের পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। এমন ষড়যন্ত্রমূলক কাজের জন্য সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে।’
জানতে চাইলে মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাফিন গণমাধ্যমে সামনে বলেন, ‘ফরিদ হাসান খানের বিরুদ্ধে আমাদের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বেশ কিছু অভিযোগ ছিল। ওই সব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, মাদকসহ তাঁর সহযোগীদের আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী খুলনার খবর কে বলেন, সকালে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।