ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনা, ১৩ এপ্রিল খুলনা মহানগরীর সদর থানাধীন ৪ নম্বর কাসেম সড়কে সাইনবোর্ড স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক দগ্ধ হয়েছে দুই মাদ্রাসাছাত্র। শনিবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে লাইন্স স্কুলের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. রাব্বি (১৩), পিতা: মো. সোহেল শেখ, বাসিন্দা: ১ নম্বর কাস্টম ঘাট, থানা: সদর, খুলনা মহানগরী; ও মো. দিদারুজ্জামান (১৫), পিতা: মো. মনিরুজ্জামান, বাসিন্দা: রুপসা কলেজের পাশে, থানা: রুপসা, জেলা: খুলনা। তারা দু’জনই স্থানীয় আল ফারুক মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাদ্রাসার একটি সাইনবোর্ড বৈদ্যুতিক খুঁটিতে স্থাপনের সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে রাব্বির গলা, মুখমণ্ডল, পিঠ ও বাম হাত দগ্ধ হয়। অন্যদিকে দিদারুজ্জামানের দুই পায়ের আঙুল, বাম হাঁটুর নিচের অংশ ও ডান হাত মারাত্মকভাবে দগ্ধ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ২টা ১৫ মিনিটে তাদের সার্জারি বিভাগের ১১-১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তারা উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক তার ও খুঁটির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।