ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||১৩ এপ্রিল ২০২৫ তারিখে ৭:৪৫ ঘটিকায় খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন রায়েরমহল মল্লিক বাড়ি মেলার মাঠের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক, ক) মোঃ সাইফুল ইসলাম(৪৮), পিতা- জাহাঙ্গীর হোসেন , সাং- ছোট বয়রা শ্মশানঘাট ইসলামিয়া কলেজ রোড,
থানা- সোনাডাঙ্গা, খুলনা মহানগরী বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হন এবং তার পিছনে থাকা খ) মোঃ ফারুক শেখ(৪০),পিতা – ইয়াকুব আলী শেখ, সাং- শ্মশান ঘাট, থানা- হরিনটানা, খুলনা মহানগরী ডান হাতে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮:৩৫ ঘটিকায় নিয়ে গেলে, জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলামকে মৃত(ব্রড/ডেড) ঘোষনা করেন।
আহত মোঃ ফারুক শেখ ডান হাতে আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি সার্জারি-২ বিভাগে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন আছেন।
এ সংক্রান্তে হরিনটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।