1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
১৫ বছর পর বিএনপি’র বর্ষবরণে খুলনায় জমজমাট আয়োজন খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র রজতজয়ন্তী উদযাপন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ আটক নগরীতে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই আহত : গ্রেফতার ঘাতক জিলাপ’ খেতে চাওয়া সেই ওসি ক্লোজড খুলনার সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে দ্বিতীয় দফায় আগুন ফ্যাসিস্ট সরকারের আমলে পরিকল্পিতভাবে দেশে অপসংস্কৃতি ছড়িয়ে দেয়ার চেষ্টা হয়েছে : এড. মনা অবশেষে আদালতের নির্দেশে কুয়েটের সাবেক ভিসি, ছাত্রলীগ সভাপতিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা নিলো পুলিশ দল-মত নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশে গড়তে চাই : তুহিন ফুলতলায় অপচিকিৎসা রুখতে গিয়ে কুচক্রী মহলের অপতৎপরতায় বিপাকে ডাক্তার মিজান পাইকগাছায় পরীক্ষা কেন্দ্রের সচিবসহ তিন কর্মকর্তাকে অব্যাহতি:নতুন সচিব নিয়োগ কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন যশোরের রূপদিয়ার জামায়াত সন্ত্রাসীদের তাণ্ডবে ১৪টি বাড়িঘর ভাঙচুর লুটপাট থানায় মামলা তালা ভেঙে হলে প্রবেশ আইনের লংঘন: কুয়েট প্রশাসন খুলনায় রুপসি বাংলা টিভির বিভাগীয় অফিস উদ্বোধন রূপসাঘাট টোলমুক্ত করতে বিএনপি নেতা হেলালের আশ্বাস ত্রাণ হস্তান্তর শেষে মায়ানমার হতে বাংলাদেশের উদ্ধারকারী দল ও আটক নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ নগরীতে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক সয়াবিন তেলের দাম আবার ও বাড়ল

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র রজতজয়ন্তী উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোমবার উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের (ইটিভি) রজতজয়ন্তী।

সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাবে দিনব্যাপী আয়োজনের শুভ সূচনা হয়। সকাল থেকে খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রাজনীতিক নেতৃবৃন্দ, উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠানস্থলে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মাওলানা ইউসুফ হাবীব। পরে একুশে টেলিভিশনের চেয়ারম্যান সিইও মোঃ আব্দুস সালাম এবং এমডি তাসনুভা সালামের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। একই সাথে মহান মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনার সাথে সাথে বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

প্রথমেই রজতজয়ন্তীর ২৫ পাউন্ড কেক কেটে কর্মসূচির সুচনা করেন অতিথিবৃন্দ। পরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল থেকে র‌্যালি বের হয়। স্যার ইকবাল রোড হয়ে নগরীর পিকচার প্যালেস মোড় ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয় র‌্যালিটি। এরপর আলোচনা সভার শুরুতেই অতিথিদের অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তৃতা করেন একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর।

আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া খায়রুল ইসলাম, মহানগর জামায়াতের সেক্রেটারি এড. জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেসক্লাব আহবায়ক মোঃ এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, কালেরকণ্ঠ’র ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক আহম্মদ হামিম রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, একুশে টেলিভিশনের সাবেক ব্যুরো প্রধান রকিবউদ্দিন পান্নু, খুলনা টিভি রিপোর্টার্স সাধারণ সম্পাদক এসএ টেলিভিশনের ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি ও খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ও দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ আহমদ মুসা রঞ্জু।

বক্তারা একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ এবং গ্রহণযোগ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নেয়ার প্রশংসা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দমন-নিপীড়নের নগ্ন শিকার একুশে টেলিভিশনের সিইও আব্দুস সালামকে তিন বছর কারানির্যাতনের ইতিহাস তুলে ধরে বক্তারা।

একই সাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একুশে টেলিভিশনের রজতজয়ন্তীতে ঘুরে দাঁড়ানোর অধম্য প্রত্যয়ের শুভ কামনা জানিয়েছেন তারা।
আলোচনা সভার মাঝে খই-বাতাসা-মিষ্টি পরিবেশন করা হয়। আর আলোচনা সভার শেষেই পান্তা-ইলিশ-ভর্তা-চাটনি ও রসগোল্লা দিয়ে আতিথিয়তা করা হয়। একই সাথে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।