ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||ভালোবাসা যখন গভীর হয়, তখন তা শুধু আনন্দ নয়—বয়ে আনে ব্যথাও।
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, একজন পুরুষকে সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় সেই নারী, যাকে সে ‘শখের নারী’ বলে ভাবে—যার প্রতি তার আকাঙ্ক্ষা তীব্র, ভালোবাসা নিখাদ, আর স্বপ্নগুলো অগাধ।
এই ‘শখের নারী’ সাধারণত সেই ব্যক্তি যাকে পুরুষ মনে মনে রঙে রঙে আঁকে, কল্পনায় সুন্দর করে তোলে। সে নারী তার জীবনের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অহংকার—কিন্তু সেই নারী-ই প্রায়ই হয়ে ওঠে তার সবচেয়ে বড় দুর্বলতা। আর এই দুর্বলতা থেকেই জন্ম নেয় গভীর যন্ত্রণা।
মনোবিজ্ঞানী ড. লেনা রোসালেস বলেন, “পুরুষ যখন কাউকে শখ করে ভালোবাসে, তখন সে তাকে নিয়ে একটি পূর্ণ জীবন কল্পনা করে।
কিন্তু বাস্তবে যখন সেই নারী দূরে সরে যায় বা ভালোবাসার জবাব দেয় না, তখন সেই স্বপ্নই ভেঙে গুঁড়িয়ে যায়, আর তৈরি হয় এক নিঃসীম শূন্যতা।”
এই ধরনের ভালোবাসা প্রায়ই একমুখী হয়—যেখানে পুরুষ তার সমস্ত ভালোবাসা ঢেলে দেয়, কিন্তু প্রতিদান পায় না। ফলে যে নারী তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত, সেই-ই তার সবচেয়ে বড় ব্যথার উৎস হয়ে ওঠে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ‘শখের নারী’কে কেন্দ্র করে তৈরি হওয়া মানসিক চাপ ও যন্ত্রণা অনেক সময় এক পুরুষকে ভিতর থেকে ভেঙে দিতে পারে।
সমাজে এই ব্যথার প্রকাশ কম, কিন্তু এর প্রভাব গভীর।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।