মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি ||খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মোল্লা।
পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা যুগ্ম আহবায়ক এনামুল হক সজল,সদস্য মোঃ সুলতান মাহমুদ,জাফরী নেওয়াজ চন্দন,অনিক নেওয়াজ চম্পল,শাহাদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,তৌহিদুজ্জামান মুকুল,আবুল হোসেন,শেখ বেনজীর আহম্মেদ লাল,সরদার ফারখ আহম্মেদ, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক,তুষার কান্তি মন্ডল, এ্যাড,ইকরামুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন,ইউনিয়নসহ সকল পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে কোন ভাবেই আমার লোক বা অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবেনা। প্রকৃত নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাদের কমিটিতে আনতে হবে।এর কোন প্রকার ব্যতিক্রম ঘটলে সেখানে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে শুক্রবার বিকালে পৌর সভার ডাকবাংলোয় পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মোল্লা।
পৌর বিএনপির নেতা সেলিম রেজা লাকির সঞ্চালনায় সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খুলনা জেলা যুগ্ম আহবায়ক এনামুল হক সজল,সদস্য মোঃ সুলতান মাহমুদ,জাফরী নেওয়াজ চন্দন,অনিক নেওয়াজ চম্পল, পৌর বিএনপির কামাল আহমেদ সেলিম নেওয়াজ জিয়াউদ্দিন নায়েবসহ জেলা ও পৌর বিএনপির অনন্য নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।