ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||ডুমুরিয়ায় হাত-পায়ের রগ কাটা অর্ধপোড়ানো অজ্ঞাত পরিচয়ের এক নারির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে জনৈক অসীম মলিকের মিনারেল ওয়াটার গোডাউনের পেছন থেকে পরিতাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
ডুমুরিয়া থানা পুলিশ, সিআইডিসহ গোয়েন্দা সংস্থার উধর্ক্ষতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, শুক্রবার গভীর রাতে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত পরিচয়ের অনুমান ৩৫ বছর বয়সী এক নারির হাত-পায়ের রগ কেটে এসিড জাতীয় রাসায়নিক তরল কেমিক্যাল দিয়ে পুড়িয়ে নৃশংসভাবে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সিআইডি পুলিশের এসআই মনিরুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ঁ তৈরি করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, দুর্বৃত্তরা নৃশংসভাবে মহিলাকে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে নারির হাত-পায়ের রগ কেটে এসিড জাতীয় রাসায়নিক তরল কেমিক্যাল দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।
এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।