আমজাদ হোসেন নওগাঁ || নওগাঁর মান্দায় চেকের ওয়ারেন্ট ভুক্ত আসামি খায়রুল জোয়াদ্দার নামে একটি প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৮ই এপ্রিল বিকেলে দেলুয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খাইরুল জোয়াদ্দার উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামের আসাদ জোয়াদ্দারের ছেলে। মামলার সূত্রে জানা যায়, উপজেলার কুসুম্ব ইউনিয়নের বড়পই গ্রামের সাবুর আলী প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ একজন বসুন্ধরা ফিড ফিডস ব্যবসায়ী। অপরদিকে বিবাদী খায়রুল জোয়ারদার পূর্ব পরিচিত এবং একজন কাস্টমার দুজনের মধ্যে সুসম্পর্ক থাকায় ১৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের মুরগি ও মাছের খাদ্য (ফিড ফিডস) বাকিতে গ্রহণ করেন।
কিন্তু শর্ত অনুযায়ী টাকা পরিশোধ করতে টালবাহানা শুরু করেন। এ ঘটনায় বাদী মামুনুর রশিদ জানান, গত ১৫-১২, ২০২৪ তারিখে পূবালী ব্যাংক দেলুয়াবাড়ি শাখার একটি চেক প্রদান করেন। কিন্তু তার একাউন্টে কোন টাকা ছিল না সেজন্য চেক ডিজঅনার করে মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, চেকের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি খাইরুল জোয়াদ্দারকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।