ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফায় জনগণের সমর্থন নেওয়া, আস্থা অর্জন ও ধরে রাখার দায়িত্ব আমার, আপনার, আপনাদের সকলের।
জনগণকে আস্থায় রাখতে হলে সকলকে নিয়ে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। কারন আপনারা প্রত্যেকে বিএনপি’র নেতা, এ্যাম্বাসেডর, বিএনপি’র প্রতিনিধি। তিনি বলেন, সাধারণ মানুষকে জানাতে হবে বিএনপি কী চায়, জনগণের জন্য কী ভাবে, ছাত্রের জন্য কী ভাবে, নারীদের জন্য কী ভাবে, কৃষকের জন্য কী ভাবে, শ্রমিকের জন্য কী ভাবে, তা হলে জনগণের সমর্থন আমাদের ওপর থাকবে না।
শনিবার বিকেলে সোনাডাঙ্গা থানার অন্তর্গত ১৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ ও বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই। চাঁদাবাজদের সঙ্গে বিএনপি’র কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপি’র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশ- সেনাবাহিনীর হাতে তুলে দেবেন।
১৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, মজিবর রহমান, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, আশরাফ আলী কিনু, জামাল উদ্দিন তালুকদার, অসীম কুমার মাষ্টার, মিজানুর রশিদ, আসাদুজ্জামান হারুন, মনিরুল ইসলাম মনিরম দেলোয়ার হোসেন খান, কাজী শাহীন, মিজানুর রশিদ মিজান, মেহেদী হাসান বাবু প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।