এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার ||
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি, কলম ও খাওয়ার স্যালাইন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ এপ্রিল উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল আলম মিলন ও যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ শিরুজামান , দক্ষিণ শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন এবং মথেরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী ওমর পারুক, তৈহিদ হাসান, রবিউল ইসলাম, জীবন, সোহাগ, হৃদয় ও সবুজ প্রমুখ।
আয়োজকরা জানান, এসএসসি পরীক্ষার্থীদের মানসিকভাবে চাঙা রাখতে এবং পরীক্ষার দিন স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ছাত্রদল সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানান তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।