ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ৮ মাসের মাথায় রাজপথে প্রকাশ্যে আ’লীগ ঝটিকা মিছিল করার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, মহানগরীর একাধিক স্থানে আ’লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এতে করে নগরবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজনীতিতে আবারো ফিরে আসার জানান দিচ্ছে আ’লীগ। তারই অংশ হিসেবে এই সিরিজ ঝটিকা মিছিল বলে আমরা মনে করি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতিত আ’লীগ সরকারের বড় বড় অপরাধীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা বিভিন্ন কায়দায় একত্রিত হওয়ার চেষ্টা করছে।
তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ভাবে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অবিলম্বে নেতৃবৃন্দ মিছিলকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।