মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “অনেক ভয়ংকর সন্ত্রাসী জামিনে বের হয়ে যাচ্ছে।
আমাদের আরও সতর্ক হতে হবে। যদিও জামিন দেওয়ার বিষয়টি বিচারকদের এখতিয়ার, তবু এ বিষয়ে পাবলিক প্রসিকিউটরদের আরও মনোযোগী হতে হবে।”
এছাড়া “মব জাস্টিস কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। কারও কোনো অভিযোগ থাকলে আইনগত পথে সেটার সমাধান করতে হবে।”মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছিল, তার সব এখনো উদ্ধার হয়নি।
যত দ্রুত সম্ভব সেসব অস্ত্র উদ্ধার করতে হবে।”সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা একটি অরাজনৈতিক সরকার। আপনাদের চাকরি বা বদলির ক্ষেত্রে অনুরোধ বা তদবির যতটা সম্ভব এড়িয়ে চলছি। থানার ওসিরা যেন ঘুষ না খায়, তা আপনারা মনিটর করবেন।”মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা এখন মাদক। ১৫ হাজার বোতল ফেনসিডিল ছেড়ে দিয়ে ৫০০ বোতল উদ্ধারের গল্প তৈরি বন্ধ করতে হবে।”
তিনি মজা করে বলেন, “সরকারে আসার পর আত্মীয়দের সংখ্যা বেড়ে গেছে। আত্মীয় পরিচয়ে কেউ সুযোগ নিতে এলে প্রথমবার চা খাওয়াবেন, দ্বিতীয়বার পুলিশে দিন। যদি আমি কোনো রিকোয়েস্ট করি, তাহলে সেটা সরাসরি আমি ফোন করেই জানাবো।
সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।