কয়রা প্রতিনিধি ||খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চড় গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার রাস্তা কেটে মাছের ঘেরে লোনা পানি উঠানোর অভিযোগ উঠেছে স্থানীয় ঘের মালিকদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ১০ টায় সরজমিনে গিয়ে দেখা যায়, ৪০/৫০ জন লোক ও অদ্য এলাকার লোনা পানির মাছের ঘেরের মালিকরা মিলে রাস্তা কেটে লোনা পানি প্রবেশের পাইপ বসাচ্ছেন।
এ সময় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ঘের মালিকদের কাছে রাস্তা কাটার কারণ জানতে চাইলে তারা জানায় এখানে অনেক আগে পানি সরানোর জন্য পাইপ স্থাপন করা ছিল এটা নষ্ট হয়ে যাওয়ায় আমরা সবাই মিলে এখানে নতুন করে পাইপ লাগাচ্ছি। রাস্তা কেটে পাইপ ঢোকানোর জন্য কারও অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তারা উত্তর না দিয়ে এড়িয়ে যান।
কিছু দিন আগে এলাকার লোকজন লোনা পানি প্রবেশ করতে না পারে সে জন্য এলাকার লোকজনের গণ স্বাক্ষরিত অভিযোগ বিভিন্ন সরকারী দপ্তরে জমা দিয়েছিলেন।
কিন্তু কোন এক অদৃশ্য কারনে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান এলাকার জনসাধারণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।