খুলনার খবর ||খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেছেন, কুয়েটে দাবি দাওয়া বাস্তবায়ন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নামে যে আন্দোলন চলছে, তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই।
কুয়েটে গুটি কয়েক ছাত্র সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশেষ মিশন নিয়ে মাঠে নেমেছে। তাদের লক্ষ্য, কুয়েটকে বিতর্কিত করা, মেধা শুন্য করা। কুয়েটে ৫ হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করে। অথচ মাত্র ৩০ থেকে ৩২জন ছাত্র আন্দোলনে সক্রিয় আছে।
এরা কোন ভাবেই ৫ হাজার শিক্ষার্থীদের পক্ষে প্রতিনিধি হতে পারে না। সাধারণ ছাত্রদের নামে একটি গোষ্ঠী চলমান আন্দোলনের নামে অহেতুক কুয়েটের সুনাম নষ্ট করতে ও লেখাপড়া ব্যাহত করতে পরিকল্পিতভাবে বিশেষ এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে নগরীর শিববাড়ি মোড়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং গোলাম মোস্তফা তুহিনের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।