মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি ||যশোর নড়াইল সড়কের ফতেপুর ইউনিয়নের হামিদ পুর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছের সাথে ধাক্কায় উল্টে চালকসহ গুরুতর আহত হয়েছেন দুই জন। তাৎক্ষণিক আহত চালক ও হেলপার দুই জন কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
এই বিষয়ে হামিদ পুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী প্রিন্স বলেন দুর্ঘটনার সময় বিকট শব্দে হয় তিনি বিদ্যালয়ের বাইরে এসে আহত গাড়ি চালক ও হেলপার সাহায্য উদ্ধার অভিযানে সহায়তা করেন ঘটনাস্থল পরিদর্শন এসে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার এসআই মামুন বলেন, ঢাকা থেকে ৪০০ বস্তা চিনি ভর্তি একটি ট্রাক যশোর বিসিক শিল্পনগরী ঝুমঝুমপুর ব্যবসায়ী আনোয়ার হোসেনের গোডাউন যাচ্ছিলো পথে মধ্যে হামিদপুর বাজার পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে হেলপার চালকসহ গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।