এস.এম.শামীম দিঘলিয়া ||দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড সেনহাটি খৃষ্টান পাড়া মোড়ে জামাই আল আমিন ও তার স্ত্রী মায়া বেগম (২০) একই এলাকার ইয়াদ আলীর ভাড়াটিয়া মৃত কৃষ্ণপদ দাসের দুই পুত্র তপন দাস(৩০) ও বিষ্ণুপদ দাস (২৬) কে ধারালো দেশী অস্ত্রের কোপে আহত করেছে। গতকাল বুধবার ২৩ এপ্রিল বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সেনহাটি খ্রিস্টান পাড়া এলাকার তপন ও বিষ্ণুর বাসা থেকে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে জামাই আল আমিন মোবাইল ও নগদ ২ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে আল আমিনের বিরুদ্ধে দিঘলিয়া থানা ও বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার বরাবর অভিযোগ দায়ের করে। সেনহাটি ফাঁড়ি পুলিশের তথ্য প্রযুক্তির প্রচেষ্টায় মোবাইল উদ্ধার হয়। কিন্তু জামাই আল আমিন টাকা নেওয়ার কথা অস্বীকার করে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে।
তারই ধারাবাহিকতায় গত বুধবার বিকাল ৫ টায় তপন ও তার ভাই বিষ্ণু বাসা পরিবর্তন করে অন্যত্র যাওয়ার সময় সেনহাটি খুষ্টানপাড়া মোড়ে জামাই আল আমিন ও তার স্ত্রী মায়া তাদের দুই ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে।
জামাই আল আমিন তার বিরুদ্ধে থানায় ও নৌবাহিনী কন্টিনজেন্টে অভিযোগ করার কারণে প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসী তাদের উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তাদের অবস্থা আশঙ্কাজনক।দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন সাংবাদিক দের বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আল আমিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।