সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা ||ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন।
সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা চম্পা এর অফিস কক্ষে নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেনকে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অভিভাবকগণ , ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
পরে এক মত বিনিময় সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা চম্পা’ র সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অঃ দাঃ ) মোঃ জাহিদুর রহমান , ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মোঃ শারাফাত হোসেন দিপু , বিএনপি নেতা যথাক্রমে মোল্যা আজিজুর রহমান গাউস , মোঃ বিল্লাল হোসেন , মোল্লা দেলোয়ার হোসেন দিলু , মোঃ রবিউল ইসলাম লাখু ও মোঃ গোলজার আলম।
সভায় এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন , বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন , শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল হাদি , সিনিয়র শিক্ষক যথাক্রমে মাওলানা ফয়জুল্লাহ ,পাখি বেগম , সম্পা সাহা , নুপুর সাহা , বাকী বিল্লাহ , সমাজসেবক মোঃ মহিবুল্লাহ , শেখ শরিফুল ইসলাম , মোঃ আল আমিন অপু।
সভায় এছাড়া অন্যান্য শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবক গণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল হোসেন বলেন , তেরখাদা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কে একটি মডেল বিদ্যালয়ে রূপান্করিত করা হবে।
তিনি , বিদ্যালয়ের শিক্ষকদের আরও কঠোর শ্রম ও মেধা মনন কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য গিরুত্বারোপ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।