মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি ||খুলনার পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দিকে মাদ্রাসা প্রাঙ্গনে তার বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি, শিক্ষক -শিক্ষিকাদের সাথে মানসিক নিপীড়ন,লাঞ্ছনা, গালিগালাজ, চরম অসাদাচরণের প্রতিবাদে এ কর্মসুচী পালিত হয়।
আওয়ামী ওয়ালামালীগ নেতা,স্বৈরাচারের দোসর, দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান,জামিরুল ইসলাম, আলী হুসাইন,হোসনে আরা খাতুন,কাকলি ঠিকাদার, ফারহান জাহান, নাজনীন সুলতানা, শিউলি রানী ও সুরাইয়া খাতুন । গত ২৩ এপ্রিল দাখিল পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন কালে অধ্যক্ষকে লাঞ্ছনার শিকার হন মাদ্রাসার গণিত শিক্ষক হোসনেয়ারা খাতুন।
ঐদিন মাদ্রাসার ৬ জন মহিলা শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমার কাছে উনারা এসেছিলেন।
বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোপূর্বে তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি,অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগে সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছিলেন মাদ্রাসার শিক্ষক -কর্মচারীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।