এস.এম.শামীম,দিঘলিয়া ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্যের পদত্যাগের দাবি মেনে নেওয়ায় শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) বিকাল ৪ টায় ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করে।
মিছিলটি কুয়েটের স্টুডেন্টস ওয়ালপেপার সেন্টার থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিলো।
আনন্দ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। স্লোগানে তারা বলেন, রাজনীতির আস্তানা, কুয়েটে হবে না, শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, স্বৈরাচারের ঠিকানা এই কুয়েটে হবে না, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।
মিছিল শেষে শিক্ষার্থীরা কুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি প্রেস ব্রিফিং প্রদান করেন। প্রেস ব্রিফিং এ বক্তব্য প্রদান করেন, কুয়েটের টেক্সটাইল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মোহন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. রাহাতুল ইসলাম, ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ঝলক।
এ সময় বক্তারা হামলায় আহত শিক্ষার্থী, খোলা আকাশের নিচে রাত্রি যাপনকারী শিক্ষার্থী, অনশনে অনাহারে থাকা শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টা, ইউজিসির সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানান।
কুয়েট শিক্ষার্থীদের এই আনন্দ মিছিলে কুয়েটের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।