খুলনার খবর ||গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৬৪২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন এক হাজার ৭২ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫৭০ জন।
শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫৭০ জন। মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬৪২ জনকে।
তিনি আরও বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা এবং একটি সুলফি।
আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।