ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||২৫ শে এপ্রিল ২০২৫ তারিখ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় দৌলতপুরের দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের আয়োজনে ৩২ দলীয় রাশেদ আহসান পিন্টু স্মৃতি প্রাইজমানি নৈশ লং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমরা সবাই জানি ক্রীড়া ও সংস্কৃতি সুষ্ঠু বিনোদনের মাধ্যম।শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকার জন্য ক্রীড়া চর্চা দারুণ সহায়ক।
একটি সুন্দর সমাজ, দেশ তথা জাতি গঠনে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থাকতে ক্রীড়া চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ.এম হারুন অর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সরদার লিয়াকত হোসেন লাভলু-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।