মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি ||খুলনার কয়রায় চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা বাড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। কয়েকদিনের ব্যবধানে আবারো চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা ঘটেছে।
গত ২৬ শে এপ্রিল শনিবার দিবাগত রাতে উপজেলার আমাদী ইউনিয়নে বেজপাড়া গ্রামের গোবিন্দ মন্ডল এর ছেলে গিলাবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিহির কান্তি মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
দূর্বৃত্তরা পরিবারের ৪ সদস্যদের অচেতন করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মুল্যবান জিনিস নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
ব্যবসায়ী মিহির কান্তি মন্ডল জানান, শনিবার বিকাল থেকে বাড়ীর সবাই কেমন যেন অসুস্হ বোধ করছিল। রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়লে আমি সকালে জেগে দেখি আমি কিছুটা অসুস্থ। ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো। বাবা-মা দু’জনই, আমার স্ত্রী ও মেয়ে অচেতন।
পরে আমার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। পরে দেখি দুর্বৃত্তরা আমাদের অচেতন করে ঘর তছনছ করে ব্যবসার পন্য ক্রয়ের ৮ লক্ষাধিক টাকা নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে থানার ওসি জি এম ইমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। উলেখ্য, এর আগেও উপজেলার একাধিক বাড়িতে চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা ঘটেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।