খুলনার খবর ||বাগেরহাটের মোড়েলগঞ্জের শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের ম্যানেজিং (এডহক) কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে মোড়েলগঞ্জ ফোরামের আহবায়ক ও খুলনাস্থ বাগেরহাট ফোরামের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মো: নাছির উদ্দিন খানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল)) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, ইরানী খানম অভিভাবক প্রতিনিধি ও মো. সাকাওয়াত হোসেন সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।