মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর শহরের এমএকে আলী রোডস্থ জেস টাওয়ারের সামনে সন্ধ্যানী সুপার মার্কেটের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।রাত ৮টার কিছু আগে হঠাৎ সুপার মার্কেটের পাশের বৈদ্যুতিক পিলারে আগুন জ্বলতে দেখা যায়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই রাস্তার যানবাহন ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।খুঁটির সঙ্গে জড়ানো বিভিন্ন তার পুড়ে গেলেও স্থানীয় লোকজন দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তবে এর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সতর্কতা হিসেবে এলাকাবাসীকে এ ধরনের বৈদ্যুতিক খুঁটির আশেপাশে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।