আমজাদ হোসেন ||নওগাঁর মান্দায় সাংবাদিক রায়হান আলীর বাড়িঘরে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনায় দেলয়ার নেতার ভাই আব্দুল মতিন (৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে কারাগারে পাঠিয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল)সন্ধ্যায় থানার মোড় এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছেন।
জানাগেছে,গত শুক্রবার রাত ৯ টার দিকে পূর্বশত্রুতার জেরে ধরে দেলোয়ার নেতার সহযোগিতায় তার লোকজন সাংবাদিকের বাড়িঘরে হামলা ভাংচুর ও মারপিট করেন।এঘটনায় ৪জন গুরুতর আহত হয়েছেন।
২ জনের হাড় ভাঙ্গা, হাতভাঙা রক্তাক্ত জখম হয়েছেন।একজনের অবস্থা গুরুত্বর ও আশাংঙ্খাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এমন ঘটনার পেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান,সাংবাদিকের বাড়িঘরে ভাংচুর ও মারপিট ঘটনায় আব্দুল মতিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।