শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা || যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন ও যশোর নাগরিক অধিকারের দেয়া পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।
তথ্য অনুসন্ধানে জানা যায়, যশোর-বেনাপোল (এন-৭০৬) জাতীয় মহাসড়কে বিভিন্ন স্থানে বিদ্যমান মরাগাছ ও ঝুকিপূর্ন ডালপালা কর্তনের বিষয়ে নাভারণ হাইওয়ে থানা- ২২০/২৪নং স্মারকের শুক্রবার (২৫ এপ্রিল) প্রশাসক, জেলা পরিষদ, যশোর, বরাবর লিখিত আবেদন করেন অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন।
আবেদনে তিনি আরও বলেন, যশোর সড়ক বিভাগাধীন যশোর বেনাপোল (এন-৭০৬) একটি গুরুত্তপূর্ণ জাতীয় মহাসড়ক। উল্লেখিত জাতীয় মহাসড়কের উভয় পাশে বিভিন্ন স্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল-পালা রয়েছে। প্রায় সময় শতবর্ষী গাছের ডালপালা ভেঙ্গে পথচারী ও যানবহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
যার জন্য উক্ত মরাগাছ ও ঝুকিপূর্ণ গাছ ডাল-পালা জরুরী ভিক্তিতে অপসারণ/কর্তন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বিশেষ ভাবে অনুরোধ করেন।
জেলা পরিষদ, যশোর বিষয়টি আমলে নিয়ে সোমবার (২৮ এপ্রিল) এর জেপর্য/প্রকৌঃ/বিসংউ/গ-৯(২০১৮)-১৯৩নং স্মারকের মাধ্যমে জানা যায় হাইওয়ে পুলিশ খুলনা অঞ্চল, খুলনা এর ২৫-০৪-২০২৫ তারিখের নাভারণ হাইওয়ে থানা-২২০/২৪ নং স্মারক ও নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর আহবায়ক মাষ্টার নূর জালাল ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন, অপসারণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্ত্বরে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন, আমার আবেদনের উপর যশোর-বেনাপোল (এন-৭০৬) মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করায় যথাযথ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে এ অঞ্চলের মানুষেরা রক্ষা পাবে জানতে পরে আমার খুবই আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।