ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||যে কোন স্বীকৃতিই কর্মে উদ্দীপনা বাড়ায়। কর্মক্ষেত্রে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্ম এবং সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয়ভাবে পদক প্রদান করা হয়। একইভাবে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক কর্তৃক আইজি ব্যাজ প্রদান করা হয়।
এবছর সাহসিকতাপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ খুলনা মেট্রোপলিটন পুলিশের ১ জন বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৯ জন “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজি ব্যাজ) এ ভূষিত হয়েছেন।
তাদের এই অর্জন যেমন তাদেরকে উজ্জীবিত করেছে, একইসাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের জন্য সম্মান বয়ে এনেছে।
নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এবারের অর্জন বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটগুলোর চেয়ে ঈর্ষণীয়।
আগামী দিনগুলোতেও অপরাধ দমনে সদা তৎপর থেকে খুলনা মহানগরীকে মাদক ও সন্ত্রাস মুক্ত আদর্শ নগরী গড়ে তোলার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সেবায় কাজ করে যাবে।
বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) প্রাপ্ত-
জনাব মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, সোনাডাঙ্গা মডেল থানা
ব্যাজ প্রাপ্ত-
১. জনাব মোঃ আজম খান, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন)
২. জনাব শেখ খায়রুল বাশার, অফিসার ইনচার্জ, হরিণটানা থানা
৩. এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস, খানজাহান আলী থানা
৪. এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর সরদার, সিটিএসবি
৫. এসআই (নিঃ) আশরাফুল আলম, সোনাডাঙ্গা মডেল থানা
৬. এসআই (নিঃ) সুমন মন্ডল, সোনাডাঙ্গা মডেল থানা
৭. এএসআই (নিঃ) বিপিন চাঁদ অধিকারী-পিপিএম, সোনাডাঙ্গা মডেল থানা
৮. কনস্টেবল সোমনাথ হালদার, সোনাডাঙ্গা মডেল থানা
৯. কনস্টেবল মোঃ ফয়েজ শাহী, সোনাডাঙ্গা মডেল থানা
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।