মোঃ রাজু হাওলাদার, খুলনা ||খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা কলাবাগান রোডের খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে এসি মেরামতের কাজ করতে গিয়ে মোঃ জসীমউদ্দীন (৩০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ তলায় এসির কাজ করার সময় অসাবধানতাবশত জসীমউদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে যায়।
আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টা ১০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি-০২ বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ মোঃ জসীমউদ্দীনের বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বাশতলা, আন্দিরপুর গ্রামের বসুপাড়ায়। তার পিতার নাম আবুল খায়ের।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।