1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খালেদা জিয়ার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকার মূল সড়কে চলতে পারবে না ব্যাটারিচালিত রিকশা: ডিএনসিসি প্রশাসক নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খান ও হচ্ছেন হত্যা মামলার আসামি দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি, স্যালাইন ও কলম বিতরণ বিএনপি কার্যালয় ভাংচুর মামলায় হ্যামকো গ্রুপের পরিচালক কারাগারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারকৃত শ্রমিক কোন্দলের বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না – অসুস্থ নিজাম উদ্দিন, খোঁজ-খবর নিতে বললেন – তারেক রহমান তিন গণমাধ্যম কর্মীকে অব্যাহতি, দীপ্ত টিভির সংবাদ প্রচার স্থগিত বটিয়াঘাটা এলজিইডি অফিসে দুদকের অভিযান নানান অ‌ভি‌যো‌গে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপজেলা আহ্বায়ক‌,কে অব্যাহতি কয়রায় রত্নগর্ভা মায়ের বিদায়, শিক্ষাবিদ পরিবারে শোকের মাতম বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত অস্ত্র ফেরত চাচ্ছেন আত্মগোপনে থাকা বিতর্কিত নেতারা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক,কে স্থানীয় জনতারা গ-ণ-ধো-লা-ই থানায় সোপর্দ মোংলা বন্দরের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হলেও চালু হয়নি পণ্য পরিবহন শার্শায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু  খুলনার দিঘলিয়া ৩নং ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে, উৎসবের আমেজ যশোরে ঝড়-শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ধানক্ষেত

নানান অ‌ভি‌যো‌গে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপজেলা আহ্বায়ক‌,কে অব্যাহতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬ বার শেয়ার হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

খুলনার খবর ||বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপ‌জেলার আহ্বায়ক গোলাম রব্বানী‌কে দা‌য়িত্ব থে‌কে অব্যাহ‌তি ও সংগঠ‌নের সকল কার্যক্রম থে‌কে বিরত থাকার নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে।

সম্প্রতি তার বিরু‌দ্ধে উথা‌পিত বি‌ভিন্ন অ‌ভি‌যোগ নি‌য়ে  কয়েক‌টি গণমাধ্য‌মে প্রতি‌বেদন প্রকাশ পায়। অ‌ভি‌যোগগু‌লো আম‌লে নি‌য়ে সংগঠন‌টির খুলনা জেলা ক‌মি‌টি তা‌কে দা‌য়িত্ব থে‌কে অব্যাহ‌তি দি‌য়ে কেন স্থায়ী ব‌হিস্কার করা হ‌বে না এ বিষ‌য়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান কর‌তে নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন।

সোমবার (২৮ এপ্রিল) সংগঠন‌টির খুলনা জেলার দপ্তর সেল সদস্য শিহাব সাদনাম রাতুল স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী প্রসঙ্গে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এজন্য তা‌কে খুলনা জেলা ক‌মি‌টির সভাপ‌তি তাস‌নিম আহ‌মেদ ও সদস্য স‌চিব সা‌জিদুল ইসলাম বা‌প্পির নি‌র্দেশক্রমে পরবর্তী নি‌র্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠ‌নের সকল দা‌য়িত্ব ও কার্যক্রম থে‌কে অব্যাহ‌তি দেয়া হ‌য়ে‌ছে। এছাড়া তা‌কে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষ‌য়ে আগামী সাত দি‌নের ম‌ধ্যে জেলা কমিটির কাছে কারণ দর্শাতে বলা হ‌য়ে‌ছে।

জানা যায়, গোলাম রব্বানী খুলনার এক‌টি বেসরকা‌রি প্রতিষ্ঠান থে‌কে ক‌য়েকবছর পূ‌র্বে ডি‌প্লোমা সম্পন্ন ক‌রে কয়রায় ইলেক‌ট্রিক প‌ণ্যের ব‌্যবসা প‌রিচালনা ক‌রেন। এর আগে কিছু‌দিন এক‌টি বেসরকা‌রি প‌লি‌টেক‌নি‌কে জু‌নিয়র ইন্সট্রাক্টর হি‌সে‌বে শিক্ষকতা ক‌রেন। ত‌বে এখনও পড়াশুনা কর‌ছেন ব‌লে তি‌নি দা‌বি ক‌রেন।

৫ আগ‌ষ্টের ‌দিন বিকাল থে‌কে কয়রার ছাত্রসমা‌জের সা‌থে তা‌কে দেখা যায়। জাহা‌ঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র মোশাররফ হো‌সেন রাতুলকে কেন্দ্র ক‌রে কয়রায় ছাত্র সমন্বয়ক‌দের আত্মপ্রকাশ ঘ‌টে। রাতু‌লের সা‌থে গোলাম রব্বানী সহ-সমন্বয়ক হি‌সেবে কাজ করেন। আওয়ামী সরকার পত‌নের প‌র কয়রার শা‌ন্তিশৃঙ্খলা বজায় রাখ‌তে তা‌রা প্রশংসা কুঁড়া‌লেও কিছু‌দি‌নের ম‌ধ্যে ব‌্যক্তিস্বার্থ হা‌সি‌লের হা‌তিয়ার হি‌সে‌বে ব‌্যবহৃত হওয়ায় দুর্নাম ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এক‌টি মাদ্রাসার শিক্ষক আঃ রউফ‌কে তাদের সা‌থে সার্বক্ষ‌ণিক থাক‌তে দেখা যায়। একসা‌থে কাজ করার কিছু‌দি‌নের ম‌ধ্যে গোলাম রব্বানী ও আঃ রউফের কার্যক্রম নি‌য়ে নানা বিতর্কের সৃ‌ষ্টি হয়।

একপর্যা‌য়ে রাতু‌ল ও তার অনুসা‌রি‌দের সা‌থে তা‌দের বি‌রোধ দেখা দেয়। কোথাও আন্দোল‌নে অংশ না নি‌য়েও গোলাম রব্বানী কয়রায় একক আধিপত্য বিস্তা‌রের জন্য আহ্বায়ক পদ পে‌তে ম‌রিয়া হ‌য়ে ও‌ঠেন। আর রাতুল নি‌জে‌কে সমস্ত কার্যক্রম থে‌কে গু‌টি‌য়ে নি‌য়ে পড়াশুনায় ম‌নো‌নি‌বেশ ক‌রেন। গোলাম রব্বানী এক প্রভাবশালী রাজ‌নৈ‌তিক নেতার সহ‌যো‌গীতায় পু‌লিশ-প্রশাসনসহ সর্ব‌ক্ষে‌ত্রে প্রভাব খাটা‌নোর চেষ্টা ক‌রেন। তা‌কে গেল ১৬ ডিসেম্বর ‌বিজয় দিব‌সে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সা‌থে দাঁ‌ড়ি‌য়ে অ‌ভিবাদন গ্রহণ ক‌র‌তেও দেখা গে‌ছে।

যে ছ‌বি তার ফেসবুক প্রোফাইলের কভার ফ‌টো হি‌সে‌বে ব‌্যবহার ক‌রে রে‌খে‌ছেন। ব‌্যক্তি স্বার্থ হা‌সি‌লের জন্য বি‌ভিন্ন সরকা‌রি-‌বেসরকা‌রি অ‌ফি‌স, প্রতিষ্ঠান থে‌কে প্রভাব খা‌টি‌য়ে কাজ আদায় করার অ‌ভি‌যোগও র‌য়ে‌ছে। জামায়াত ও বিএন‌পির ক‌তিপয় নেতা-কর্মীর সা‌থে তার সখ্যতা গ‌ড়ে ও‌ঠে। তা‌দের হা‌তিয়ার হি‌সে‌বে কাজ কর‌তে থাকেন।

একপর্যা‌য়ে ক‌মি‌টি গঠ‌নের জন্য জেলা ক‌মি‌টি কর্তৃক সাত সদস্য বি‌শিষ্ট উপ-ক‌মি‌টি গ‌ঠিত হ‌লেও তা‌দের সুপা‌রিশ আম‌লে না নি‌য়ে গোলাম রব্বানী‌কে বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রার আহ্বায়ক করা হয়।

ওই সময় অ‌ভি‌যোগ ও‌ঠে এক প্রভাবশালী রাজনৈ‌তিক নেতার সুপা‌রি‌শে এম‌ন‌টি হয়। আহ্বায়ক ব‌নে গি‌য়ে গোলাম রব্বানী আরও বেপ‌রোয়া হ‌য়ে ও‌ঠে। পু‌লিশ-প্রশাসন‌কে ম‌্যা‌নেজ ক‌রে একের পর এক অপকর্ম কর‌তে থা‌কেন। নৌকা প্রতি‌কের জনপ্রতি‌নি‌ধি‌সহ আওয়ামী লী‌গের নেতা-কর্মী‌দের থে‌কে বি‌ভিন্ন কৌশ‌লে চাঁদা আদায় কর‌তে থা‌কেন। তার বিপ‌ক্ষে গে‌লেই বি‌ভিন্নভা‌বে হয়রা‌নী ক‌রেন, এমন‌কি মামলায় নাম যুক্ত করে দেওয়ার অ‌ভি‌যোগও ও‌ঠে।

কাওয়ালী সন্ধ‌্যা ও এন‌সি‌পির কে‌ন্দ্রিয় ক‌মি‌টির নেতা‌দের উপ‌স্থিত থাকার কথা ব‌লে ইফতার মাহ‌ফি‌ল আয়োজ‌নের না‌মে ব‌্যাপক চাঁদাবা‌জি ক‌রেন। চাঁদাবা‌জি বিষ‌য়ে ক‌য়েক‌টি প‌ত্রিকায় প্রতি‌বেদন প্রকাশিত হয়। তা‌কে ব‌হিস্কা‌রের দা‌বি‌তে বি‌ক্ষোভ মি‌‌ছিল ক‌রেন ছাত্ররা। নিজ সংগঠ‌নের অ‌ধিকাংশ নেতা তার বিরু‌দ্ধে অবস্থান নেন। প্রতি‌বেদন করায় সাংবা‌দিক‌দের দমন কর‌তে বি‌ভিন্ন কুটকৌশল কর‌তে থা‌কেন। সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে অশ্লীল ভাষায় গা‌লিসহ হুম‌কি দি‌য়ে স্ট‌্যাটাস দেয়।

হঠাৎ ২০১৩ সা‌লের জামায়া‌তের মি‌ছি‌লে হামলার এক‌টি ঘটনায় কয়রা‌ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হো‌সেনসহ বেশ ক‌য়েকজন নিরীহ ব‌্যক্তির না‌মে হত্যা মামলা ক‌রা হয়। ওই মামলার বাদী নিহত জা‌হিদুল ইসলা‌মের স্ত্রী স‌বিরন আসা‌মি‌দের চে‌নেন না ব‌লে জানান।‌তি‌নি আরও জানান, মামলার মূল‌হোতা গোলাম রব্বানি।

তি‌নি শুধু কাগ‌জে স্বাক্ষর ক‌রে‌ছেন, তা‌কে আসা‌মি‌দের তা‌লিকা পড়‌তেও দেইনি। এ বিষ‌য়ে ক‌য়েক‌টি গণমাধ্য‌মে প্রতি‌বেদন প্রকা‌শিত হয়। প্রতিপক্ষ দমন ও চাঁদাবা‌জির সু‌বিধা‌র্থে বা‌দী‌কে ফুঁস‌লি‌য়ে গোলাম রব্বানী ও তার সহ‌যোগীরা মি‌লে ‌নিরীহ‌দের যুক্ত ক‌রে মামলা করেন ব‌লে স্থানীয়‌দের দা‌বি।

এ নি‌য়ে রাজ‌নৈ‌তিক দ‌লের নেতাকর্মী, মানবা‌ধিকার সংগঠনসহ সাধারণ জনগ‌ণের ম‌ধ্যে তীব্র প্রতি‌ক্রিয়া ও নিন্দার ঝড় ও‌ঠে।

বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক মহরম হাসান মা‌হিম জানান, কয়রা উপজেলার মানুষের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের প্রেক্ষিতে সংগঠন এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে।

সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। কোন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।