ঢাকা প্রতিনিধি।। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে এবারের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান এই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে অংশ নিচ্ছেন না। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, যেখানে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সঙ্গে রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। ফলে, তারেক রহমান নিজে উপস্থিত না হয়ে প্রতিনিধি হিসেবে তার মেয়ে জাইমা রহমানকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তবে জাইমা রহমানের এই আয়োজনে অংশগ্রহণকে বিএনপির পক্ষ থেকে ‘চমক’ হিসেবে দেখা হচ্ছে। এটি হতে পারে তার প্রথম কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।