খুলনার খবর ||গভীর রাতে চাঁদার দাবিতে নির্মাণাধীন বাড়ির মালিক হাফেজ আশরাফুল (৫২) ও তার স্ত্রী রহিমা বেগম (৪০) কে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে ফুলতলার আলকা সরদার পাড়ায়।
আহতদ্বয়ের পারিবারিক সূত্র জানায়, হাফেজ আশরাফুল আলকা সরদারপাড়া এলাকায় জাকির হোসেন মোহন ফকিরের নিকট থেকে ৮ শতাংশ জমি কিনে সুউচ্চ প্রাচীর নির্মাণ ও বহুতল ভবনের কাজ শুরু করেন।
পার্শ্ববর্তী মৃত আঃ গফ্ফার সরদারের পুত্র বাদল সরদার (৩০) বিভিন্ন সময়ে সহযোগিতার কথা বলে টাকা নেয়। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রাচীর টপকে ৪ যুবক আশরাফুলের নিকট টাকার দাবি করে।
কিন্তু দাবিকৃত টাকা না পেয়ে আশরাফুলকে ছুরিকাঘাত করে। তাকে রক্ষায় এগিয়ে এলে তার স্ত্রী রহিমা বেগমকেও ছুরিকাঘাতে জখম করে। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এলে এলাকাবাসীর সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য বাদলকে থানায় নিয়ে আসে।
এদিকে গুরুতর জখম হাফেজ আশরাফুল ও তার স্ত্রী রহিমা বেগমকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আশরাফুলের আত্মীয় জাকির হোসেন মোহন জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।