1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনায় সড়ক-ড্রেনের উচ্চতায় বর্ষার আগেই জলাবদ্ধতার আতঙ্কে নগরবাসী - Khulnar Khobor
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার মূল শুটার আটক নওগাঁ ‎মান্দায় রাজস্ব ফাঁকি দিয়ে মাটি হরিলুট” নীরব ভূমিকায় প্রশাসন। কয়রায় মতবিনিময় সভায়-বাপ্পি উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা’সহ বিপুল অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ যশোরে পেনশন টাকা আটকে ঘুস বাণিজ্য দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খুলনা জাব্দীপুরে রানা নামে এক যুবক দুর্বৃত্তের গুলিতে আহত আধুনিক চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রাইম হাসপাতাল-এর শুভ উদ্বোধন ‎ দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো- আলী আসগার লবি কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

খুলনায় সড়ক-ড্রেনের উচ্চতায় বর্ষার আগেই জলাবদ্ধতার আতঙ্কে নগরবাসী

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সড়ক ও ড্রেনের উচ্চতা ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় নিচু হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান।

খুলনায় উন্নয়নের নামে প্রতিনিয়ত উঁচু হচ্ছে সড়ক ও ড্রেন। তবে তাতে বাড়ছে না জলাবদ্ধতা নিরসনের সম্ভাবনা। বরং আগামী বর্ষায় নাগরিক দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা নগরবাসীর।

খুলনা নগরীতে জলাবদ্ধতা নিরসন ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের নামে সড়ক ও ড্রেনের উচ্চতা ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু এই উন্নয়ন এখনই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। বর্ষা আসার আগেই অনেক এলাকায় সড়ক ও ড্রেনের উচ্চতা আশেপাশের বাড়িঘর ও দোকানপাটের চেয়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বেশি হয়ে গেছে। ফলে বাসিন্দাদের প্রবেশপথ প্রাচীর দিয়ে আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশেষ করে দক্ষিণ পাবলার কেশব লাল সড়কে এমন চিত্র চোখে পড়ে, যেখানে একসময় সমান উচ্চতায় থাকা বাড়ির গেট এখন অনেক নীচু হয়ে গেছে, আর রাস্তা যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। শুধু এই সড়ক নয়, নগরীর দৌলতপুর, খালিশপুর, হেলাতলাসহ অনেক এলাকায় একই অবস্থা।

২০১৯ সালে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ৮২৩ কোটি টাকা ব্যয়ে ১৯২টি ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করে, যার আওতায় স্লুইসগেট ও পাম্প বসানো, খাল পুনঃখননসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা ও বাস্তবতার মাঝে বড় ফারাক রয়েছে। রাস্তা ও ড্রেন এত উঁচু করা হয়েছে যে আশেপাশের শত শত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নীচু হয়ে পড়েছে।

বর্ষা মৌসুমে এসব নীচু স্থানে পানি ঢুকে পড়ার আশঙ্কা এখন প্রবল। অনেক দোকানে এখন সিঁড়ি বসাতে হচ্ছে, যাতে ক্রেতারা প্রবেশ করতে পারেন। স্থানীয়দের প্রশ্ন এই উন্নয়ন আসলে কার জন্য? নাগরিক দুর্ভোগ বাড়িয়ে উন্নয়ন কি কার্যকর হতে পারে?

নগর পরিকল্পনাবিদ ও গবেষকদের মতে, এভাবে সমন্বয়হীনভাবে উন্নয়ন কাজ চালালে জলাবদ্ধতার স্থায়ী সমাধান তো আসবেই না, বরং সমস্যা আরও জটিল হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ও নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, পরিকল্পিত সমন্বয় ছাড়া এমন উন্নয়ন টেকসই নয়।

বরং ভবিষ্যতে এ ধরনের কাজ আরও বড় বিপর্যয়ের জন্ম দিতে পারে। একই কথা বলেছেন লেখক ও নগর পরিকল্পনাবিদ গৌরাঙ্গ নন্দী। তিনি বলেন, এ ধরনের উন্নয়ন প্রকৃতির সঙ্গে বৈরিতা তৈরি করে এবং দুর্ভোগ বাড়ায়।

যদিও খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম দাবি করছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এসব কাজ বাস্তবায়ন হচ্ছে এবং প্রকল্প শেষ হলে সুফল পাবে নগরবাসী।

কেসিসির তথ্য মতে, ২০১০ সালে ‘শেল টেক’ ও ‘হাউজ অব কনসালটেন্ট লিমিটেড’ নামে দুটি প্রতিষ্ঠান খুলনার ১ হাজার ২০৫ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়ন নকশা তৈরি করেছিল, বর্তমান বাস্তবতায় তার যথাযথ প্রয়োগ নিয়েই সন্দেহ করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে খুলনায় উন্নয়নের নামে যে কাজ চলছে, তা জনজীবনে স্বস্তি নয়, বরং নতুন করে দুর্ভোগের হুমকি হয়ে উঠছে বলে দাবি তাদের।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।