1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
পবিত্র লাইলাতুল কদর - Khulnar Khobor
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় সুষম স্বাস্থ্য নিশ্চিতে ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু যশোরে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান খুলনায় এনসিপি নেতা মোতালেব হত্যাচেষ্টা মূল হোতা ‘ডিকে শামীম’ গ্রেপ্তার শৈত্যপ্রবাহ নেই,তবুও কনকনে ঠান্ডা উপকূলীয় উপজেলা মোরেলগঞ্জে পর্যবেক্ষক প্রশিক্ষণ ম্যানুয়ালের উদ্ধোধন খুলনায় ভয়েস নেটওয়ার্কের দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষকদের কর্মশালা শেষ মূহুর্তে যশোর-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মতিয়ার ফারাজি নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত, চালক আটক কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, জমি দখল ও হামলার অভিযোগ নওগাঁর মান্দায় ‎প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ  যশোর কেশবপুরে শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী হলেন আজাদ দিঘলিয়া উপজেলায় যিশু খ্রিস্টের জন্মদিন (খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন) উদযাপন। শতবর্ষী কাশির হাটের জমি দখল, ঐতিহ্য হারাতে বসেছে ঐতিহ্যবাহী হাট হঠাৎ বিস্ফোরণের শব্দ দেখি ছেলেটা মাটিতে পড়ে আছে, নিহত সিয়াম (১৯) খুলনার দিঘলিয়ার বাসিন্দা। জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী হলেন এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত দিঘলিয়ায় উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত পিআইও মোহাম্মদ জামাল হুসাইন মোল্লাহটে বাগেরহাট-১ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থীর সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুর পাইলট মাঃ বাঃ বিদ্যালয়ের বা‌র্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ পাইকগাছায় কৃষকের পাঁকা ধান বিএনপি নেতা জোরপূর্বক কেটে নেওয়ায় থানায় অভিযোগ

পবিত্র লাইলাতুল কদর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৮০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর হতে পারে আজ। পবিত্র রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর মধ্যে যে কোনো একটিতে লাইলাতুল কদর হতে পারে বলে হাদিসে উল্লেখ রয়েছে। যদিও বাংলাদেশে ২৭ রমজানের রাতকেই কদরের রাত হিসেবে ধরা হয়। আজ সন্ধ্যা থেকে সারা দেশে দিসবটি পালিত হবে।

ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র কদর রজনি পালন করবেন। মহান আল্লাহ মুসলমানদের জন্য হাজার মাসের চেয়েও উত্তম এমন একটি রাত নির্ধারণ করেছেন, যার নাম ‘লাইলাতুল কদর’। এ রাত এত সম্মানিত যে, এক হাজার মাস ইবাদত করলেও যে সওয়াব হতে পারে, তার চেয়ে লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব অনেক বেশি। এ রাতকে পাওয়ার জন্য মন ও দেহের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা হয়।

লাইলাতুল কদরের ফজিলত বোঝানোর জন্য মহান আল্লাহ পবিত্র কুরআনে ‘কদর’ নামে আলাদা একটি সুরা নাজিল করেছেন। একবার নবিজি (সা.) সাহাবিদের সম্মুখে বনি ইসরাইলের জনৈক চারজন লোক সম্পর্কে আলোচনা করলেন যে, তারা দীর্ঘ হায়াত লাভ করে অধিককাল ধরে ইবাদত করেছেন। এ সময়ের মধ্যে তারা একটিও নাফরমানি করেননি। নবিজি (সা.)-এর পবিত্র জবান থেকে এ কথা শুনতে পেরে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিস্মিত হলেন এবং নিজেদের ব্যাপারে আফসোস করতে লাগলেন। সাহাবায়ে কেরামের এ আফসোসের পরিপ্রেক্ষিতে মহান রাব্বুল আলামিন জিবরাইলের (আ.)-এর মাধ্যমে নবিজি (সা.)-এর কাছে এমন সময় এ সুরায়ে ‘কদর’ অবতীর্ণ করেন। (তাফসিরে মাজহারি)।

এ রাতের বিরাট মাহাত্ম্য ও অপরিসীম মর্যাদার কারণে রাতটিকে ‘লাইলাতুল কদর’ তথা মহিমান্বিত রাত বলা হয়। মহান আল্লাহ বলেন, ‘আমি একে (কুরআনকে) নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্পর্কে আপনি কী জানেন? লাইলাতুল কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটি নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে’ (সুরা আল কাদর : ১-৫)। ‘নিশ্চয় আমি তা (কুরআন) এক মুবারক রজনিতে অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়’ (সুরা আদ দুখান : ১-৪)। এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। তাতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির মেয়াদ ও পরিমাণ নির্দিষ্ট করে তা সংশ্লিষ্ট ফেরেশতাদের লিখে দেওয়া হয়।

নবিজি (সা.) রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদতের কথা বলেছেন। মুমিন বান্দারা এ রাতটিকে পাওয়ার আশায় মুখিয়ে থাকেন। রমজানের শেষ দশকে তারা ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেন। নবিজি (সা.) বলেন, ‘যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও, তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করো।’ যদি কেউ ইমানের সঙ্গে সাওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদে অতিবাহিত করে, তবে তার পূর্ববর্তী সব গোনাহ ক্ষমা করা হবে।’ (বুখারি)।

লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম। তাই সারা রাত জাগরণ করে সঠিকভাবে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করা কর্তব্য। বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, কাজা নামাজ, কুরআন তেলাওয়াত, দান-সদকা, জিকির-আশকার, তাসবিহ-তাহলিল, তাওবা-ইসতেগফার, দুয়া-দরুদসহ নফল আমলের প্রতি মনোযোগী হওয়া একান্ত জরুরি।

আয়েশা (রা.) বলেন, আমি একবার নবিজিকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আমি যদি কদরের রাত সম্পর্কে অবহিত হতে পারি, তবে আমি কী করব? তখন রাসুল (সা.) আমাকে এ দোয়া পাঠ করার জন্য বললেন। ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি’ (তিরমিজি)। মহান আল্লাহ আমাদের সবাইকে এ রাতের বরকত অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।