ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||খুলনার ব্যস্ততম রূপসা ঘাটে অতিরিক্ত টোল আদায় ও গ্যাংওয়ের দুর্দশার ব্যাপারে ভিডিও ধারণ করায় টোল ঘরের ম্যানেজার জাহিদ হোসেন কর্তৃক রূপসা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার খুলনা প্রতিনিধি এস এম মাহবুবুর রহমানকে মোবাইল ফোনে হুমকি-ধামকি প্রদর্শন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইলে এ হুমকি দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে রূপসা ঘাটে জনপ্রতি এক টাকা করে টোল আদায় করা হয়।
কিন্তু গত ১৪ মার্চ থেকে রূপসা ঘাটের টোল এক টাকা বাড়িয়ে জনপ্রতি দুই টাকা করে আদায় করা শুরু হয়। অতিরিক্ত আদায় করায় সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঈদুল ফিতরের দুই-তিনদিন আগে রূপসা ঘাটে অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে সিনিয়র সাংবাদিক এস এম মাহবুবুর রহমান ভিডিও ধারণ করতে গেলে টোল ঘরের ম্যানেজার জাহিদ হোসেন সাংবাদিকের সাথে উগ্র ও অশালীন আচরণ করে।
মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওটি সাংবাদিক মাহবুবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ৯ এপ্রিল বুধবার বিকেলে প্রচার করলে টোল ঘরের ম্যানেজার জাহিদ হোসেন তার সাথে উগ্র আচরণ করেন।
ভুক্তভোগী এসএম মাহবুবুর রহমান খুলনার খবরকে বলেন, ঈদুল ফিতরের আগে রূপসা ঘাটে অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে কয়েক সেকেন্ডের একটা ভিডিও ধারণ করেন।
ভিডিওটি বুধবার বিকেলে তার ফেসবুক আইডিতে প্রচার করায় টোল ঘরের ম্যানেজার জাহিদ হোসেন মোবাইল ফোনে তার সাথে উগ্র আচরণসহ নানা হুমকি দেন।
এ বিষয়ে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।