মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি ||গাজায় ইসরায়েলি নৃশংসা গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কয়রায় স্মরনকালে মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল শেষে মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতায় উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। কোন মুসলিম জাতি এটি মেনে নিতে পারেনা। দেশের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।
এই নির্মম হত্যাযজ্ঞ্য বন্ধ করা না হলে এ ধরনের প্রতিবাদ কর্মসুচী অব্যাহত রাখা হবে। কয়রার ইতিহাসে আজকের এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তৃতা করেন খুলনা জজ কোর্টের এজিপি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান,পাইকগাছা উপজেলা ঈমাম পরিষদের সভাপতি মুফতী কুদরুতুল্লাহ কাসেমী, কয়রা উপজেলা ঈমাম পরিষদের সহ-সভাপতি শেখ সায়ফুল্লাহ, মুফতি জমিরুল ইসলাম, মাওলানা আইয়ুব আলী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।