1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
যশোরে রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তান্ডবখোলা আকাশের নীচে ১৪ পরিবার, ওদের চোখেমুখে এখনো আতঙ্কে - Khulnar Khobor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মোল্লাহাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবক ছিলেন অনিন্দ্য ইসলাম খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক।

যশোরে রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তান্ডবখোলা আকাশের নীচে ১৪ পরিবার, ওদের চোখেমুখে এখনো আতঙ্কে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরের রূপদিয়া মধ্যপাড়ার ১৪ পরিবারের সদস্য ওরা। গত চারদিন অবস্থান করছেন খোলা আকাশের নীচে। ১৩ এপ্রিল সকালে কোনোকিছু বুঝে ওঠার আগেই তাদের বাড়িঘরে হামলা ভাংচুর মারপিট লুটপাট করে স্থানীয় জামায়াতের সন্ত্রাসীরা।

তাদের আশ্রয়স্থল কেড়ে নেয়ার হিংস্র থাবায় মানুষরুপি হায়েনাদের হামলায় ওরা আজ সর্বস্বান্ত। ওদের ক্ষতি পোষাবে কে? এমন প্রশ্ন ওই এলাকার সর্বত্র।ভাঙা বাড়িঘরের সামনে মাথায় হাত দিয়ে বসে থাকা একদল হতদরিদ্র মানুষের করুণ আর্তি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের। ঘটনায় জড়িতদের দ্রুত আটক ও শাস্তির দাবি তাদের।

একইসাথে স্থায়ীভাবে বসবাসের পরিবেশ তৈরিতে সরকারের ওপর মহলের হস্তক্ষেপ চেয়েছেন তারা। হামলা ও বাড়িঘর ভাংচুরের শিকার হয়ে খোলা আকাশের নীচে বাস করা ওই ১৪টি পরিবারের পাশে দাঁড়াতে তাৎক্ষণিকভাবে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

তাদের দাবি, বাড়িঘর ভাংচুর করে তাদের ১০ লক্ষাধিক টাকার আসবাবপত্রের ক্ষতি করা হয়েছে। প্রচন্ড রোদে তাদের খুবই কষ্ট হচ্ছে। দ্রুত বাড়িঘর ঠিক করে বসবাস উপযোগী করে দেয়ারও জোর আহ্বান জানিয়েছেন তারা।পুলিশের পক্ষে বলা হয়েছে আটক অভিযান চলমান রয়েছে। ঘটনায় জড়িতদের যেকোনো উপায়ে দ্রুত আটকের আওতায় আনা হবে।

সরেজমিনে গেলে ভুক্তভোগীরা ঘটনার কারণ, কারা জড়িত, পেছনে কারা রয়েছেন এমন নানা বর্ণনা দেন এবং যার যার জায়গা থেকে এর প্রতিকার দাবি করেন।গতকাল ওই এলাকায় গিয়ে ঘটনার ব্যাপারে নানা তথ্য পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কর্তা মিলন হোসেন, চান্দু মিয়া, ইসমাইল হোসেন, রাজিয়া সুলতানা, রাজু আহমেদ, বাদশা হোসেন, সিদ্দিক হোসেন, আয়নাল হোসেন, তাজ আহাম্মেদ, হৃদয় মাহমুদ, আব্দুল মান্নান, জোহরা বেগম, আনসার আলী, শরিফুল ইসলাম ও সালমা খাতুনের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তাদের সবার বক্তব্য একই রকম। তারা জানান, তাদের ওপর চরম বর্বরতা চালানো হয়েছে। তারা দিন আনেন দিন খান, কেউ চালান ইজিবাইক, কেউ চালান ভ্যান, কেউ কাজ করেন চাতালে, কেউ ক্ষেত খামারে। বর্তমান তারা এবং আগে তাদের বাবারা এখানে ৫০ বছর ধরে বসবাস করছেন কাঁচা ঘর তৈরি করে। মিলনের দাদা তাদের পূর্বসুরী আব্দুল হামিদ ৫০ বছর আগে মৌখিক চুক্তিতে ৩০ হাজার টাকায় ৩২ শতক জমি কেনেন। রূপদিয়া মৌজার ৪০৫ ও ৪০০ দাগে একই এলাকার জনাব আলী মোড়লের কাছ থেকে ওই জমি নিয়ে ভোগদখলে আসেন। আর জনাব আলী মোড়ল শিশির বাবুর কাছ থেকে বিনিময় করে ভারত থেকে এদেশে আসেন।

শিশির বাবু জমি বিনিময়ে করে ভারতে চলে যান। বিপরীতে জনাব আলী এ দেশে আসেন। জনাব আলী মোড়লের কাছ থেকে নিয়ে সেই থেকে ভোগ দখলে আছেন এই ১৪ টি পরিবার। অথচ বর্তমানে তঞ্চকতাপূর্ণ কাগজপত্র তৈরি করে এলাকার খবির খাঁ ও তার লোকজন এই ৩২ শতকের মধ্যে ৩০ শতক জমি নিজেদের দাবি করে বিভিন্ন সময় নানা হুমকি ধামকি হম্বিতম্বি করতে থাকেন। একপর্যায়ে ১৩ এপ্রিল দুর্বৃত্তদের সাথে নিয়ে তাদের ওপর হামলা করে তাদের নিঃস্ব করেছেন।

আবু সাঈদ ও মানিক নামে দু’জনকে সামনে এনে নানামুখি প্রতারণা করে তাদের উচ্ছেদ চেষ্টা করছেন। তারা দ্রুত তাদের ওপর চলা হামলার প্রতিকার, হামলায় জড়িতদের দ্রুত আটক, কঠিন শাস্তি এবং বিরোধীয় জায়গায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়ার জন্য দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।মিলন হোসেন অভিযোগ করেন, পাপিয়া নামে এক প্রসূতিসহ কয়েক নারীকে মারপিট করা হয়েছে। চার দিনের এক শিশুকে কোল থেকে তুলে নিয়ে মাটিতে ছুড়ে ফেলা হয়েছে।

যেকোনো মূল্যে জমি থেকে তাদেরকে বিতাড়িত করতে এই ভাঙচুর চালানো হয়েছে।ক্ষতিগ্রস্ত সুফিয়া বেগম জানিয়েছেন, রূপদিয়া মধ্যপাড়ায় ৫০ বছরের বেশি সময় ধরে তারা ১৪টি পরিবার বসবাস করছে। জমিটি দখলে নিতে খবির গং হামলা চালিয়েছে।

তাদের বাড়িঘর ভাংচুরের পাশাপাশি সবকিছু লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ এলেও কোনো ব্যবস্থা নেয়নি।ভুক্তভোগী সালমা খাতুন জানান, হামলাকারীদের লাঠির আঘাতে বেশ কয়েকজন নারী আহত হয়েছেন।

ঘরে থাকা ফ্রিজ, টিভি ভাঙচুর করা হয়। কয়েক লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা।শরিফুল ইসলাম নামের অপর ভুক্তভোগী জানিয়েছেন, হামলাকারীদের এলোপাতাড়ি মারপিটে তাদের অনেকে আহত হয়েছেনঅপরদিকে হামলার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, ওখানে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। জামায়াতের রাজনীতির সাথে জড়িতরা এই কাজ করেছেন বলে ভুক্তভোগীরা তাকে জানিয়েছেন।

তবে, তিনি জানান, কোনো রাজনৈতিক দল এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করেনা। তিনি ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন গণমাধ্যমের সামনে জানিয়েছেন, হামলার পর পুলিশ কয়েক দফা ঘটনাস্থলে গিয়েছে। মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। আসামি আটকে অভিযান চলমান রয়েছে। দ্রুতই জড়িতরা আটক হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।