1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মোল্লাহাট সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ভূমি জরিপ বাণিজ্যের অভিযোগ - Khulnar Khobor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোল্লাহাট সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ভূমি জরিপ বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট ||বাগেরহাটের মোল্লাহাটে সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ভূমি জরিপ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

রবিবার (২৩ এপ্রিল) ভুমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর লিখিত একটি অভিযোগ প্রবাহ প্রতিবেদকের হাতে পৌঁছালে বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপর একের পর এক নানা দূর্নীতির চিত্র হাতে আসে।

মোল্লাহাটের সেটেলমেন্ট অফিসে দুর্নীতি ও হয়রানির যেন সীমা পরিসীমা নেই। ঘুষ ছাড়া এই অফিসগুলোতে কোন সেবা পাওয়া মুশকিল। দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা প্রার্থীরা রীতিমত অসহায়।

সেটেলমেন্ট অফিস থেকে ঘুষ ছাড়া কোন কাজ হয়েছে এমন নজির পাওয়া কষ্টসাধ্য যার প্রতিফলন পাওয়া গেছে অনুসন্ধানে।

সেবা প্রার্থীরা বলছে, ভূমি রেজিস্ট্রেশন সেটেলমেন্ট জরিপ, ভূমি অধিগ্রহণ, খাস জমি, পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তির ক্ষেত্রে টাকা ছাড়া কোন সেবা মেলে না।

সরকারি খরচে ভূমির জরিপ হওয়ার কথা থাকলেও সেটেলমেন্ট অফিসে চলছে রমরমা জরিপ বাণিজ্য, অনুসন্ধানে জানা যায়, ক্রয়কৃত জমি সেটেলমেন্ট অফিসের চলমান জরিপে রেকর্ড করাতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার কার হতে হচ্ছে সাধারণ মানুষের।

৬ জন ভুক্তভোগীর সাক্ষরিত একটি অভিযোগ পত্রে বলা হয় বহুদিন যাবত মোল্লাহাট উপজেলা সেটেলমেন্ট অফিসার আলতাফ ও তার সহকারী সেলিম অর্থের বিনিময়ে একজনের জমি অন্যের নামে রেকর্ড করে দিচ্ছে। সর্বশেষ বিআরএস গাংনী মৌজার জরিপে একজনের জমি অন্যের নামে রেকর্ড করে দিয়ে ৭-৮ কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে।

অভিযোগে আরো বলা হয়, তাদের এই ধরনের কাজের ফলে মোল্লাহাটের দুটি মৌজার জরিপ বাতিল হয়েছে, ফলে সরকারের অর্ধেক ক্ষতি ও জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযোগ করে রাজপাট নিবাসী ফরহাদ শেখ জানান, মোল্লাহাট সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ১১৬৭/২০০৭ নং দলিলমূলে ৬৫৩ নং দাগে ২৬ শতক জমি খরিদ করেন এবং নামজারি মামলা করে নিজ নামে ২৬ শতক জমি রেকর্ড করে সরকারি কোষাগারে ক্র:নং: ০১৫৬২৫০২১২৪৫ চালানে (অনলাইন ভূমি উন্নয়ন কর-২০২৫) ২৬ শতক জমির খাজনা প্রদান করেন। এরপর বি,আর, এস (ডিপি) ১৩৬১ নং খতিয়ানে নিজ নামে রেকর্ড করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সেটেলমেন্ট অফিস থেকে ২৬ শতকের প্রিন্ট পর্চাও দেয়া হয়। অথচ প্রিন্ট পর্চাটি গেজেট প্রকাশের পর তার নামে ২১ শতক জমি রেকর্ড হয়।

এ বিষয়ে সেটেলমেন্ট অফিসারের সাথে যোগাযোগ করলে তারা এর দায় অস্বীকার করেন। গেজেট পর্চা তোলার পর দেখা যায় ৫৩৪ ধারা মোতাবেক ৯৪/২০২২ নং মোকাদ্দমায় তার নাম থেকে ৫ শতক জমি কর্তন করে নেয়া হয়েছে। তবে তাকে কোন‌ লিখিত বা মৌখিক নোটিশ দেয়া হয় নাই।

তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন তুলে বলেন, কোন রেকর্ডের বিরুদ্ধে মোকাদ্দমা দায়ের হলে বিবাদীকে নোটিশ না করে একতরফা রেকর্ড করা হয়েছে কোন আইনে ?

ভুক্তভোগীদের মধ্যে একজন সরকারি কর্মচারী (বাংলাদেশ নৌ-বাহিনী) হায়দার আলী ফকির জানান, গ্রামের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা করার জন্য আমি একটি জমি ক্রয় করেছিলাম, দালিলিক সকল প্রকার কাগজপত্র থাকা সত্ত্বেও জমিটি রেকর্ড করাতে পারিনি, নিরুপায় হয়ে একজন পরিচিত আত্মীয়ের মাধ্যমে পুনরায় সেটেলমেন্ট কর্মকর্তার সাথে দেখা করলে তিনি আমার কাছে ৬ হাজার টাকা দাবী করেন।

আরো দুই ভুক্তভোগী জানান,বি,আর,এস- ২১৩৮ নং খতিয়ানে ৩১৭১ নং দাগে হাবিবুর রহমান ও নজরুল ইসলামের নামে ১ একর ৮৯ শতক জমি রেকর্ড হয়ে অফিস থেকে প্রিন্ট পর্চা দেয়া হয়। কিন্তু গেজেট হওয়ার সময় অজ্ঞাত কারনে সম্পূর্ণ জমি শেখ মোশারফ হোসেনের একক নামে রেকর্ড হয়।

বি,আর,এস- ১৯৭১ নং খতিয়ানে মোশারফ হোসেন ৫০০ অংশে, আকুব্বার শেখ ২৫০ অংশে ও আফাজ উদ্দিন মোল্লা ২৫০ অংশে ২৯ টি দাগে মোট ১৫ একর ৯৭ শতক জমি রেকর্ড করা হয়‌ এবং অফিস থেকে প্রিন্ট পর্চা দেয়া হয়। কিন্তু গেজেট হওয়ার সময় অজ্ঞাত কারনে সম্পুর্ণ জমি শেখ মোশারফ হোসেনের একক নামে রেকর্ড হয়।

অভিযোগকারীগন আরো বলেন, দালিলিক প্রমাণক ও দখল স্বত্ব ঠিক থাকা সত্ত্বেও অনৈতিক পন্থায় সেটেলমেন্ট অফিসার ও তার সহকারী একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এই ভুমি জালিয়াতির ফলে মোল্লাহাটের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং জমি নিয়ে বিরোধের জেরে এপর্যন্ত কয়েকটি হতাহতের ঘটনাও ঘটেছে। প্রতিকার চেয়ে বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ও সাধারণ জনগণ।

এ বিষয়ে সেটেলমেন্ট অফিসে গিয়ে সেটেলমেন্ট অফিসার আলতাফ ও সহকারী সেলিমের দেখা না পেয়ে তাদের মুঠোফোনে ০১৭১২৮৭৬৫৫০ নাম্বারে যোগাযোগ করলে সেটেলমেন্ট অফিসার আলতাফ কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান এবং সহকারী সেলিমের সাথে ০১৬৮৮৭৮১০৪০ নাম্বারে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

এরপর বিভিন্ন মহল থেকে প্রবাহ প্রতিবেদককে ঘুস দিতে ব্যর্থ হয়ে তার জীবন নাশ সহ নানারকম হুমকি দেয়া হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী জানান, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, অভিযোগের বিষয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।