 
							
							 
                    খুলনার খবর ||বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ২০২৩ সালের কে সি সি ভোটে স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারানো এসএম শফিকুর রহমান (মুশফিক) মেয়র হতে নির্বাচন কমিশনে ধরনা দিচ্ছেন।
বৃহস্পতিবার ১৫ ই মে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে পুনঃতদন্তের আবেদন জমা দিয়েছেন।
নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এসএম শফিকুর রহমান বলেন, ২০২৩ সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যতটুকু ভোট হয়েছে বা গণনা হয়েছে, এ ভোটে আমিই বিজয়ী হয়েছি, ইনশাআল্লাহ।
আদালতে নিজের পক্ষে রায় পেয়েছেন বলে দাবি করেন তিনি।
৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ রয়েছে জানিয়ে এ প্রার্থী বলেন, এ বিষয়ে আমরা সিইসি স্যারের সঙ্গে দেখা করলাম। এবং কথা ও বলেছি।
তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, আইনের যে ব্যাখ্যা আছে সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।