খুলনার খবর , ডুমুরিয়া, খুলনা ||খুলনার ডুমুরিয়ায় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে কুইজভিত্তিক প্রতিযোগিতা ‘তারুণ্যের জ্ঞানযুদ্ধ (লক্ষ টাকার কুইজ চ্যানেল)’।
বুধবার (২১ মে) বিকেলে ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে এ আয়োজনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস, আরশনগর শাহ আফজাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুখতার হুসাইন, মজিদিয়া আলিয়া মাদ্রাসা ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুর রাজ্জাক, ডুমুরিয়া একাডেমির সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব ইউনুস আলী, এন.সি. অ্যান্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব হোসেন এবং হাজি ডাঙা খলশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও আসিফ হাসান।
আলোচনায় বক্তারা বলেন, গুণগত শিক্ষা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।
শুধু পাঠ্যবই নয়, নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।