খুলনার খবর ||খুলনা ক্রীড়াঙ্গনে অতিপরিচিত ও জনপ্রিয় ক্রীড়া সংগঠন পঞ্চবীথি ক্রীড়া চক্রের নতুন কমিটি গঠিত হয়েছে। ডা. আহসান আহমেদকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঈনুল ইসলাম জমাদ্দারকে সাধারণ সম্পাদক করে ৯ (নয়) সদস্যের এ কমিটি আগামী দুই বছর দায়িত্বপালন করবেন।
সম্প্রতি নগরীর একটি ঐতিহ্যবাহী হোটেলে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদিত হয়েছে।
পঞ্চবীথি ক্রীড়া চক্রের বিদায়ী সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও সমাজ সেবক রফিকুল ইসলাম খোকন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ক্লাবের কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম গতিশীল করার জন্য উপস্থিত সদস্যদের প্রতি আহবান জানিয়ে নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন।
তার প্রস্তাবেও ওপর আলোচনা শেষে সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মত ক্রমে ক্লাবের সাবেক সভাপতি ও সমাজ সেবক ডা: আহসান আহমেদ (অপু) কে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মঈনুল ইসলাম (মঈন) জমাদ্দার,কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি কামাল আহমেদ, মোস্তফা জামাল পপলু, সাংগঠনিক সম্পাদক আজগর আলী লাল, কোশাধ্যক্ষ কাজী ইফতেখার উদ্দিন ও নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, মোঃ ইয়াসিন খান ও নাজমুল হাসান সুমন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।