খুলনার খবর, মাগুরা প্রতিনিধি ||মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর নামক স্থানে রোববার বিকাল সাড়ে ৫ টায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন ।
নিহত ৩ শিক্ষার্থী হলো সদরের হাজীপুর গ্রামের লালমিয়ার ছেলে রবিন (২২), সদরের লক্ষীকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান (১৮) ও সদরের কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল ইসলামের ছেলে সাজিম মোল্যা (২২) ।
নিহত ৩ জন শিক্ষার্থী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের এইচএসসি’র ২য় বর্ষের শিক্ষার্থী আবালপুর এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন মোল্যা জানান, রবিন, জিসান ও সাজিদ এ তিনজন সদরের ইটখোলা বাজার থেকে মোটর সাইকেল যোগে ইছাখাদা বাজারের দিকে যাচ্ছিল ।
বাইক চালক রবিন বিভিন্ন ভঙ্গিমায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রন করছিল । তাদের পিছনে ঢাকা থেকে খুলনাগামী দুটি পরিবহন আসছিল ।
পথি মধ্যে একটি পরিবহন মোটর সাইকেলটি ক্রস করে সামনে গেলে বাইক চালক রবিন পরিবহনটিকে অভারটেক করে সামনে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয় ।
এ সময় মোটর সাইকেলে থাকা রবিন ও সাজিম বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় । অপরদিকে, মোটর সাইকেলে থাকা সাজিদ আহত হয় ।মাগুরা রাম নগর হাইওয়ে থানার পরিদর্শক সিদ্ধান্ত সাহা বলেন, বিকাল সাড়ে ৫টার সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে । আমরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে বাইক চালক রবিন ও সাজিদের লাশ উদ্ধার করি ।
এ ঘটনায় আহত জিসানকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করে ।
ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।