খুলনার খবর ||খুলনা সদর থানাধীন মতিয়াখালী সুইচ গেট খালের মাথায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
বুধবার সকাল ৮ টার দিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে ওই মরদেহ উদ্ধারের চেষ্টা করা হয়।
স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে একটি মরদেহ খালের পানিতে ভেসে যাওয়ার সময়ে একটি গাছের ডালে আটকে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখে খুলনা সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি অবগত করেন। পরবর্তীতে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
মরদেহের উপরিভাগে কোন কিছু ছিল না। তবে নিচের অংশ একটি কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মরদেহটি কয়েকদিন আগের হবে।
তাছাড়া একাধিক অংশের চামড়া পচে শরীর থেকে খুলে গিয়েছে বলে স্থানীয়রা আরও জানান।
স্থানীয় সূত্রে জানা যায় মরদেহটি একজন নারী। এখন পর্যন্ত কোন পরিচয় সনাক্ত করা যায়নি।
বিস্তারিত তথ্য আসছে….
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।