মোঃ রাজু হাওলাদার,খুলনার খবর ||খুলনা থানাধীন নিরালা আবাসিক এলাকার ১ নং রোডের উচ্চতা কমানোর দাবিতে বিকাল সাড়ে ৫ টায় পুলিশ ফাঁড়ির সামনে জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধন টি সভাপতিত্ব করেন নিরালা আবাসিক এলাকার জনকল্যাণ সমিতির যুগ্ন সম্পাদক জিএম মইনুদ্দিন।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, নিরালা আবাসিকের ১ নং রোডের বাইপাস রোডে নির্মানাধীন ব্রিজ বর্তমান রাস্তা থেকে অনেক উঁচুতে নির্মাণ করাতে নিরালা আবাসিকের ১নং রাস্তার সমস্ত বাড়িঘরের নিচ তলা রাস্তা হইতে ৩/৪ নিচু হয়ে যাবে, যার ফলে প্রত্যেকটা বাড়ির নিচ তলা অকেজো অবস্থায় পরিণত হবে।
এই ব্রিজ রাস্তা উচু করা থেকে বিরত না হলে নিরালা আবাসিকবাসী কঠোর থেকে কঠোরতলা আন্দোলনের মাধ্যমে ব্রিজ রাস্তার কাজ কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আর কে নাথ, নিরালা আবাসিক এলাকার জনকল্যাণ সমিতির নিরাপত্তা বিষয়ক সম্পাদক গোলাম মৌলা রনি, সহ-সাধারণ সম্পাদক মহসিন হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।