মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি || বাগেরহাটের মোরেলগঞ্জে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাতে দুই যুগ পর মাঠ পর্যায়ে জনগণকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় প্রচারণার অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলা,পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ১ হাজারের অধিক মটর শোভাযাত্রা করেছে। শোভাযাত্রায় মোরেলগঞ্জের প্রতিটি ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি, সম্পাদক সহ অনন্য নেতৃবৃন্দ যোগ দেয় । এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপি নেতা,(বাগেরহাট-৪) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
১১ জুন (বুধবার) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত ঈদ পুর্নমিলনিতে প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শীপনকে নেতাকর্মীরা মটর শোভাযাত্রা দিয়ে বরন করে নেন। স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ ধানের শীষ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, দুর্দীনের শিপন ভাই,আমরা তোমায় ভুলি নাই” ধ্বনিতে আওয়াজ তুলতে দেখা যায়।
এ সময় কাজী শিপন বলেন, সমগ্র জাতি লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির শীর্ষ বৈঠকের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পরে।নির্বাচিত জন প্রতিনিধিরাই গণ অভুত্থানের আকাঙ্ক্ষা তথা গণতন্ত্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার খান এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক ফজলুল রহমানের সঞ্চালনায় অনুস্টানে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম,অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল,সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা,পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।