1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নগরীতে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্তদের জন্য পানির ব্যবস্থা করলো খুলনা মেট্রোপলিটন পুলিশ - Khulnar Khobor
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা-৪ আসনে মাওলানা সাখাওয়াত হোসাইন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ বাগেরহাটের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত দিঘলিয়ায় মায়ের কাছ থেকে সুকৌশলে জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন ঢাকা থেকে আটক লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির ইন্তেকালে শোক ডুমুরিয়ায় ব্যানার,ফেস্টুন,তোরণ ও বিলবোর্ড অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক: অফিসার ইনচার্জ মোল্লাহাট বাগেরহাট – ৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের মনোনয়ন পেলেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, নেতাকর্মীদের উচ্ছ্বাস। মোল্লাহাটে সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসকে কেন্দ্র করে এরশাদ সরদার  আহত। শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন হয়ে বেলা দুইটায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর পক্ষে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো স্প্রিং-২০২৬ এর এ্যাডমিশন ফেয়ার পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  ওসমান হাদি হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও গায়েবানা জানাজা খুলনার আড়ংঘাটায় সাংবাদিক কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নগরীতে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্তদের জন্য পানির ব্যবস্থা করলো খুলনা মেট্রোপলিটন পুলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || জ্যৈষ্ঠের তীব্র খরতাপে পুড়ছে খুলনার জনজীবন। সকাল থেকেই সূর্য মাঝ আকাশে দাঁড়িয়ে যেন ঢালছে আগুন। শহরের ব্যস্ত রাস্তাগুলোতে নেই একটুও স্বস্তির হাওয়া। কর্মের খোঁজে ঘর থেকে বের হওয়া মানুষগুলো ক্লান্ত, তৃষ্ণার্ত। ছুটছেন ছায়া ও পানির খোঁজে।

তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষের জন্য পানির ব্যবস্থা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

এই পরিস্থিতিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নিয়েছে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। একটি পানির গাড়ির মাধ্যমে কেএমপির পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে ফিল্টারকৃত সুপেয় পানি।

ইজিবাইক চালক করিম শেখ বলেন, ‘সারাদিন রোদে গাড়ি চালাই। অনেক সময় পানি কিনে খাওয়ার টাকাও থাকে না। এখান থেকে পানি খেতে পারছি, বোতলে করে নিয়েও যাই। এটা আমাদের মতো মানুষের জন্য অনেক বড় জিনিস।’

রাজমিস্ত্রী রাজন  বলেন, ‘আমাদের কাজ মাঠে, বিল্ডিংয়ে। রোদে গা ঝলসে যায়। মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। এই পানি না থাকলে কতজন অসুস্থ হয়ে যেত, কে জানে। পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়।’

ট্রাফিক সার্জেন্ট ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা যতটা সম্ভব খেয়াল রাখছি যেন সবাই পরিষ্কারভাবে পানি পান করতে পারে। প্রতিদিন পানি রিফিল করা হয়। রাস্তায় যারা কাজ করেন, তাঁদের জন্য এটি খুবই কার্যকর।’

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, ‘পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আমরা জনগণের সেবক হিসেবেও কাজ করি। এই গরমে যারা রাস্তায় থাকেন, তাঁদের কথা ভেবেই এই পানির ব্যবস্থা করেছি।

এখান থেকে পথিক, ইজিবাইক চালক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পানি খাচ্ছে। তাদের একটু উপকার হচ্ছে, এটাই আমাদের উদ্দেশ্য।’

নগরবাসীর অনেকেই বলছেন, কেএমপির এই উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, বরং অনুকরণীয়। তাঁরা চান, নগরীর আরও গুরুত্বপূর্ণ মোড়ে এমন পানির ব্যবস্থা হোক, যাতে তৃষ্ণার্ত পথচারীরা নিশ্চিন্তে পানি পান করতে পারেন।

আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, গত কয়েকদিন ধরে খুলনায় তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছে। সূর্যের তেজ বেড়েছে এবং আকাশে মেঘ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি।

ফলে গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। গতকাল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, তবে ‘রিয়েল ফিল’ বা অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।