1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাসপাতালে করোনা পরীক্ষার কিট সংকট, বিকল পিসিআর মেশিন, প্রস্তুত চিকিৎসকরা - Khulnar Khobor
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী হলেন এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত দিঘলিয়ায় উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত পিআইও মোহাম্মদ জামাল হুসাইন মোল্লাহটে বাগেরহাট-১ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থীর সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুর পাইলট মাঃ বাঃ বিদ্যালয়ের বা‌র্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ পাইকগাছায় কৃষকের পাঁকা ধান বিএনপি নেতা জোরপূর্বক কেটে নেওয়ায় থানায় অভিযোগ যশোরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি জিয়াউর রহমানের আদর্শের পতাকাতলেই ঐক্যবদ্ধ আন্দোলন চলছে অনিন্দ্য ইসলাম অমিত দিঘলিয়ায় সনাতনী ধর্মাবলম্বীদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা ও মতবিনিময়। বটিয়াঘাটায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত যশোরে বিএনপির উদ্যোগে দুইটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁ ‎মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার ‎অভিযোগ” আটক ৩ কেশবপুরে জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ এক যুবক গ্রেফতার এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা খুলনায় যুবকের দুই হাতের কজ্বি কেটে নিলো সন্ত্রাসীরা পিকআপভর্তি আসবাবের ভেতর মিলল ৪৫ কেজি গাঁজা যশোরে আটক দুইজন নওগাঁয় ওয়াকফ সম্পত্তি জবরদখলের চেষ্টা” প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎ দিঘলিয়ায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভিনন্দন মিছিল পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটের তিন আসনে মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। খুলনার সোনাডাঙায় মুক্তা হাউজে এনসিপি নেতাকে গুলি

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাসপাতালে করোনা পরীক্ষার কিট সংকট, বিকল পিসিআর মেশিন, প্রস্তুত চিকিৎসকরা

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩২ বার শেয়ার হয়েছে

 

খুলনার খবর ||দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে নেই করোনাভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কিট। যার কারণে মিলছে না সংক্রমনের তথ্যও। তবে দেশব্যাপী করোনার ফের চোখ রাঙানিতে প্রস্তুত করা হয়েছে হাসপাতালগুলো।

এ অঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪০টি শয্যা প্রস্তুত করা হয়েছে, পাশাপাশি ১০ আইসিইউ শয্যা প্রস্তুত করা হচ্ছে।

তবে হাসপাতালটিতে মাত্র ৭৫টির মতো র‌্যাপিট এন্টিজেন কিট রয়েছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। ইতিমধ্যে করোনা পরীক্ষার জন্য মন্ত্রণালয়ে ৫০০০ হাজার কিটের চাহিদাপত্র পাঠিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া পিসিআর মেশিনটিও যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ রয়েছে।

তবে খুলনা জেনারেল (সদর) হাসপাতালে  ৪০০ শ’টির মতো কিট রয়েছে। গতকাল শনিবার সরেজমিনে যেয়ে এসব তথ্য জানা গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আরএমও ডাঃ খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনার প্রাদুর্ভাব নতুন করে দেখা দেয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সকল প্রস্তুতির কাজ ইতি মধ্যে  সম্পন্ন করা হয়েছে।

আমরা একটা কমিটি গঠন করেছি, বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলও প্রস্তুত। বর্তমানে ৪০টি আইসোলেশন এবং দশটি আইসিইউ শয্যা প্রস্তুত আছে। এনেসথেশিউলোজিস্ট বিশেষজ্ঞ এবং করোনার জন্য মেডিসিন বিশেষ চিকিৎসক প্রস্তুত আছেন। খুলনাবাসীর করোনা চিকিৎসা দিতে প্রস্তুত  চিকিৎসকরা।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, ২০২৩ ও ২০২৪ সালে খুলনাতে করোনা পরীক্ষাই হয়নি। ফলে মজুদকৃত কিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খুলনাতে এপর্যায়ে এখনো পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত হয়নি। তবে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পৃথক ভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এ প্রসঙ্গে খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মিজানুর রহমান বলেন, জরের সাথে সর্দি-কাশি ও সমস্ত শরীরে ব্যথা এ রকম কোনো রোগী পেলে আমরা তাৎক্ষণিক ভাবে তার পরীক্ষা করতেছি। শ্বাস কষ্ট সহ করোনা অন্যান্য উপসর্গ নিয়ে আসছেন, তাদেরকে আলাদা ভাবে নিয়ে চিকিৎসা দিচ্ছি। এখানে লাল-হলুদ ও গ্রীণ জোন ভাগ করে পৃথকভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

নমুনা সংগ্রহকারীদের দেয়া তথ্যমতে, এখনিই প্রতিদিন ৮ থেকে ১০ জন করে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরটিপিসিয়ার মেশিন ব্যবহার করার জন্য (পিপিই)  ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি হাসপাতালে নেই। অক্সিজেন সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে এছাড়াও অতিরিক্ত ৫০০ সিলিন্ডার হাসপাতালে মজুদ রয়েছে।

ইতোমধ্যে হাসপাতালে যে করোনা পরীক্ষা কার্যক্রম চলছে, তবে  এখন পর্যন্ত কোন পজেটিভ পাওয়া যায় নি।

সূত্রমতে, ২০২০ সালের ২৩ মার্চ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়; সেই থেকে প্রায় ১৩ হাজার করোনা রোগী এখানে চিকিৎসা সেবা নিয়েছিলেন। সহস্রাধিক রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছিল। এবারের প্রস্তুতি অবস্থায় হতাশ খুলনাবাসী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আখতারুজ্জামান বলেন, করোনা পরীক্ষার জন্য আমাদের হাসপাতালে যতো কিট ছিল, সেগুলোর মেয়াদোর্ত্তীণ হয়ে গেছে। আমাদের হাতে মাত্র ৭৫টি কীটস্ আছে। শিগগরিই আমার কীটস্ কিনবো পাশাপশি পিসিআর মেশিনটি বন্ধ আছে। ইতিমধ্যে উল্লেখিত বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তরে অবগত করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।