মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি||হামিদপুর আল-হেরা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক তাহমিনা বারী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় আজ কলেজ অডিটোরিয়ামে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মফিজুল ইসলাম স্যারের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়,যাতে তাহমিনা বারী ম্যাডামের আশু রোগমুক্তি এবং সুস্থ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মফিজুল ইসলাম বলেন,তাহমিনা ম্যাডাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একজন সজ্জন ও দক্ষ শিক্ষিকা।
তাঁর এই অসুস্থতায় আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন—এই আমাদের একান্ত কামনা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারী, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে সহমর্মিতা ও আশাবাদের পরিবেশ ছড়িয়ে পড়ে।
কলেজ পরিবার তাহমিনা বারীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে যেন তিনি শিগগিরই সুস্থ হয়ে পুনরায় শিক্ষাপ্রাঙ্গণে ফিরে আসতে পারেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।