খুলনার খবর ||ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর যায়নবাদী ইসরাইলের কাপুরুষোচিত ও বর্বরোচিত চলমান যুদ্ধ ও আমেরিকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমানবিক কেন্দ্রের উপর সরাসরি আক্রমণের প্রতিবাদে এবং ইসলামী ইরানের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে নগরীর পিকচারপ্যালেস মোড়ে ২৩ শে জুন সোমবার আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ও জামিয়্যাতে মুহিব্বীনে আহ্লে বাইত এর যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাববন্ধনে বক্তারা বলেন, আজ ইরান এক অন্যায় হামলার শিকার হলেও মূল লক্ষ্য গোটা মুসলিম উম্মাহ। এই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য ও সংহতি। মতের ভিন্নতা থাকলেও হৃদয়ে ভালোবাসা থাকতে হবে। বিভক্তি নয়, ঐক্য হোক আমাদের শক্তি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, “ইরান আজ এক অন্যায় হামলার শিকার, কিন্তু মনে রাখতে হবে টার্গেট গোটা মুসলিম উম্মাহ। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। মুসলমানদের এক হয়ে দাঁড়াতে হবে।
জমিয়্যাতে মুহিব্বীনে আহ্লে বাইত বাংলাদেশের রাহবার মাওলানা ইব্রাহীম ফায়জুল্লাহ বলেন, “আমাদের এই প্রতিবাদ শুধু একটি দেশের জন্য নয়, বরং গোটা মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ইরানের প্রতিরোধ আমাদের অনুপ্রেরণা, আমাদের ঐক্যের চাবিকাঠি।”
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসাইন, গবেষণা বিভাগের প্রধান ড. এম. এ. কাইউম, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, এ্যাড. আব্দুর রাজ্জাক এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল প্রমূখ।
এছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করেন জাফারিয়া রিডারস সোসাইটির সদস্যবৃন্দ। উক্ত মানববন্ধন ও বিক্ষোভে খুলনার বিভিন্ন এলাকা থেকে আগত শিয়া-সুন্নি মুসলমানেরা একত্রিত হন।
নারী সমাজের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যা মুসলিম সমাজে ঐক্য ও দায়িত্ববোধের একটি অনন্য নজির।
মানববন্ধনে প্রতিবাদকারীরা ব্যানার, ফেস্টুন এবং স্লোগানের মাধ্যমে ইসরাইল ও আমেরিকার বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় সংকল্প ঘোষণা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।