সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি ||২৫ শে জুন ২০২৫ ইংরেজি বুধবার দুপুর ১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন , তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান , নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন , সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাদী , শম্পা সাহা , সুলতানা পারভীন , লিংকন বিশ্বাস , নিউটন মজুমদার , মোঃ ওমর আলী , নুপুর সাহা , অংশুপতি , মোঃ আশরাফুল আলম , মোঃ বাকী বিল্লাহ , উম্মে রুমা , ইশরাত জাহান , আফরোজা ইয়াসমিন , মাওলানা মোঃ ফায়জুল্লাহ , বাদল কান্তি সানা , মৌসুমী পারভীন , শ্রাবনী , সুশান্ত মন্ডল ও সুমন মন্ডল।
সভায় প্রধান অতিথি লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ বলেন , কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধা মনন খাটিয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো ফলাফল অর্জন করে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে।
তিনি আরো বলেন , শিক্ষার বিপ্লব ঘটাতে শিক্ষকদের সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।